shono
Advertisement
Puber Moyna

অভিনয়ের চাপ সামলে দ্বাদশে দুর্দান্ত ফল ছোটপর্দার 'ময়না'র, জানালেন ভবিষ্যৎ পরিকল্পনাও

পরীক্ষার সময় দিনে কত ঘণ্টা পড়াশোনা করতেন ঐশানী?
Published By: Sulaya SinghaPosted: 02:08 PM May 14, 2025Updated: 02:08 PM May 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয়ের চাপ দ্বাদশ শ্রেণির পরীক্ষায় এতটুকু বাধা হতে পারেনি ছোটপর্দার ঐশানীর কাছে। সিরিয়ালের কাজ সামলেও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ভালো ফল করেছেন 'পূবের ময়না' খ্যাত 'ময়না' ওরফে ঐশানী দে। ৯২ শতাংশ নম্বর পেয়েছেন ঐশানী। পরীক্ষার আগে তো বটেই, পরীক্ষা চলাকালীন ১৪ ঘণ্টার শুটিংয়ের শিডিউল সেরে পরীক্ষা দিয়েছেন অভিনেত্রী। পরীক্ষা দিয়ে শুটিং সেরে বাড়ি ফিরে দু-এক ঘণ্টা পড়াশোনার সময় পেতেন। তাঁর এই ফলাফলে খুশি পরিবারও। ৬০০-র মধ্যে ঐশানীর প্রাপ্ত নম্বর ৫৩০।

Advertisement

পেন্টিং, পলিটিক্যাল সায়েন্স ও মাস মিডিয়া- এই তিন বিষয়ের প্রতিটিতেই প্রায় ১০০-র কাছাকাছি নম্বর পেয়েছেন ঐশানী। অভিনয়ের পাশাপাশি আঁকার প্রতিও রয়েছে তাঁর বেশ আগ্রহ। পেন্টিংয়ে খুবই ভালো নম্বর পেয়েছে ছোটপর্দার 'ময়না'। 

অনেক ছোট বয়স থেকেই টেলিভিশনের পর্দায় ঐশানীকে দেখছেন দর্শক। তবে অভিনয়ের পাশাপাশি সমান মনোযোগ যে তাঁর পড়াশোনাতেও তাতে কোনও সন্দেহ নেই। আসলে একপ্রকার জেদ ছিল যেন তাঁর। যাঁরা মনে করেন অভিনয়, ১৪ ঘণ্টার শুটিং সামলে পরীক্ষায় ভালো ফল করা যায় না, তাঁদেরকেই ঐশানী প্রমাণ করে দিতে চেয়েছিলেন, সবটাই করা যায় মন থেকে চাইলে।

দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ভালো ফলের পর আগামীতে কি ইচ্ছা ঐশানীর? জানা যাচ্ছে একইরকম ভাবে পড়াশোনা ও অভিনয় চালিয়ে যেতে চান তিনি। যদিও এখনও কোন বিষয় নিয়ে পড়াশোনা করবেন, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। মিডিয়া ফিল্ম স্টাডিজ অথবা ভাষাতত্ত্ব নিয়ে পড়ার কথা ভাবছেন ঐশানী। পলিটিক্যাল সায়েন্সে ভালো ফল করায় সেই বিষয় নিয়েও পড়ার কথা ভাবতে পারেন। তবে এবার ধারাবাহিক নয়, বরং ছবি বা সিরিজে কাজ করারই ইচ্ছা তাঁর। কারণ পড়াশোনার চাপ যেহেতু এবার একটু বাড়বে, তাই সবটাই তাল মিলিয়ে চলতে চান অভিনেত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৬০০-র মধ্যে ঐশানীর প্রাপ্ত নম্বর ৫৩০।
  • পেন্টিং, পলিটিক্যাল সায়েন্স ও মাস মিডিয়া- এই তিন বিষয়ের প্রতিটিতেই প্রায় ১০০-র কাছাকাছি নম্বর পেয়েছেন ঐশানী।
  • অভিনয়ের পাশাপাশি আঁকার প্রতিও রয়েছে তাঁর বেশ আগ্রহ।
Advertisement