সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ফুরায় যা তা ফুরায় শুধু চোখে', কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'ফুলকি'র পথচলা শেষ হবে খুব শিগগিরি। সেই নিয়ে ধারাবাহিকের টিমের তরফে কেউ মুখ না খুললেও এবার সত্যিই পথচলা শেষ হল। গুঞ্জনে পড়ল সিলমোহর। হয়ে গেল 'ফুলকি'র শেষ দিনের শুটিং। শেষ দিনে কেক কেটে হল উদযাপন।
ক্যামেরার সামনে শেষ দিনের শুটিং টা সেরে রীতিমতো আবেগে ভেসেছেন ধারাবাহিকের চরিত্ররা। একরাশ মনখারাপ, চোখের জল, ভালোবাসা সবটা যেন মিলেমিশে গেল এদিন। একটা সময় টিআরপি তালিকাতেও টপার হয়েছে 'ফুলকি'। সেই জায়গা বরাবর না পেলেও অধিকাংশ সময় থেকেছে প্রথম পাঁচের মধ্যে। এদিন ৯০০ পর্বে এসে শেষ হল জনপ্রিয় ধারাবাহিকের পথচলা। একে অপরকে চোখের জলে বিদায় জানালেন টিমের সকলে। উল্লেখ্য, অন্যদিকে শেষ হয়েছে অতি সম্প্রতি আরও এক জনপ্রিয় ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'র শুটিং। তা নিয়েও বেশ মন খারাপ দর্শকের। প্রায় চার বছরের পথচলা থেমেছে টেলিভিশনের পর্দায়।
ছবি: সোশাল মিডিয়া
এর আগেই সংবাদমাধ্যমকে ধারাবাহিকের পরিচালক জানিয়েছিলেন, চলতি মাসের শেষেই 'ফুলকি'র শেষ শুটিং হওয়ার কথা রয়েছে। সেই মতোই শেষ হল এই জার্নি। এতদিনের পথচলা শেষে টিমের সকলের বেশ মন ভারী হলেও নতুনভাবে ফের পর্দায় সকলের সামনে আসার অপেক্ষায় যে তাঁরা রয়েছেন তা বলাই বাহুল্য। অন্যদিকে এই ধারাবাহিকের মুখ্য চরিত্রের অভিনেত্রী দিব্যাণীর এটিই প্রথম ধারাবাহিক। তাই একটু বেশিই মন খারাপ তাঁর। অভিষেক বসুর সঙ্গে দিব্যাণীর জুটিও বেশ পছন্দ হয়েছিল দর্শকের। টেলিভিশনের পর্দায় শেষ পর্বের সম্প্রচার কবে তা যদিও এখনও জানানো হয়নি।
