সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা সিরিয়ালেও ঢুকে পড়ল মহাকুম্ভ। প্রয়াগরাজেই হতে চলেছে 'পারুল-রায়ান'-এর মহামিলন! দর্শক টানতে দারুণ স্ট্যাটেজি বাংলা সিরিয়াল 'পরিণীতা'র। এমনিতেই পঁচিশের গোড়া থেকে এই ধারাবাহিক টিআরপি তালিকার শীর্ষে রয়েছে। সেরার মুকুট ধরে রাখতে এবার নতুন চমক দিতে চলেছেন নির্মাতারা। মহাকুম্ভে গিয়ে পারুল-রায়ানের জীবনে কোন নতুন মোড় আসছে? সেটা নিয়েই এই বিশেষ পর্ব। শনিবার সেই ঝলক প্রকাশ্যে আনল জি বাংলা।

বছরের প্রায় গোড়া থেকেই টিআরপি তালিকার শীর্ষ স্থান ধরে রাখছে এই ধারাবাহিক। চলতি সপ্তাহেও কোনও ব্যতিক্রম হয়নি। শীর্ষে রয়ে গেল উদয়প্রতাপ সিংহ, ঈশানী চট্টোপাধ্যায়ের 'পরিণীতা'। চলতি সপ্তাহে ৭.৯ রেটিং নিয়ে ফের টেলিপাড়ার 'ফার্স্ট পজিশন' আদায় করে নিয়েছে। এবার দর্শক টানতে বাংলা ধারাবাহিক 'পরিণীতা'তেও ঢুকে পড়ল মহাকুম্ভ। খাস কলকাতাতেই একটুকরো প্রয়াগরাজ সাজিয়ে তুলেছেন নির্মাতারা। প্লট কীরকম? চ্যানেলের তরফে প্রকাশ্যে আনা প্রোমোতে দেখা গেল, চুক্তি মাফিক রায়ানকে ছেড়ে বাপের বাড়ি বাঁকুড়ায় ফিরে গিয়েছে পারুল। শ্বশুরবাড়ি থেকে চলে আসায় তার যেন মনখারাপ নাহয় দাদা গোপাল তাকে সান্ত্বনা দিতে থাকে। শেষে শান্তির খোঁজে মহাকুম্ভে পাড়ি দেয় পারুল। তাদের বিশ্বাস, বাবা ভুবনেশ্বরই তাকে পথ দেখাবে। এবার মহাকুম্ভে কীভাবে মহামিলন হতে চলেছে 'পারুল-রায়ান'-এর? জানতে হলে আগামী ২৪ তারিখ চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় রাত ৮টায়।
শত চেষ্টা করেও কিছুতেই ভাব জমে না পারুল-রায়ানের। পারুলকে স্ত্রী হিসাবে মেনে নেয় না রায়ান। কিন্তু পরিবারের বিপদে একে অপরের সঙ্গে জোট বাঁধতে ভোলে না। শ্বশুরবাড়িতে এসে অনেক অপমানের শিকার হলেও নিজের বুদ্ধিতে বাজিমাত করছিল পারুল। সংসার সামলে কলেজেও ভালবাসা পাচ্ছিল সে। গল্পের প্লট এভাবেই এগিয়েছিল। এবার মহাকুম্ভে যোগ দিয়ে বড় বদল আসতে চলেছে তাদের জীবনে।