সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ি থেকে বেড়িয়েছিল স্টেশনারি দোকান থেকে পছন্দসই কোনও জিনিস কিনবে বলে। কিন্তু কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে কিছুটা দূরের ওষুধের দোকান থেকে মাস্ক কিনে উধাও হয়ে গেল এক নাবালক। বাঘাযতীনের বছর দশেকের শ্রেষ্ঠাংশু পোদ্দার নিখোঁজের ঘটনা নিয়ে ধন্দে পুলিশ। ওই শিশুকে অপহরণ করা হয়েছে নাকি নিজে থেকেই বাড়ি ছেড়ে কোথায় চলে গিয়েছে সে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার কিনারায় শ্রেষ্ঠাংশুর বাবা-মায়ের সঙ্গে কথা বলছে পুলিশ।
বাঘাযতীনের শ্রীকলোনি এলাকায় বাবা-মায়ের সঙ্গে বাস বছর দশেকের শ্রেষ্ঠাংশু পোদ্দারের। তাদের বাড়ির নীচেই রয়েছে স্টেশনারি দোকান। শনিবার বেলা বারোটা নাগাদ নিচে যাওয়ার নামে বাড়ি থেকে বেরোয় ছোট্ট শ্রেষ্ঠাংশু। তারপর কেটে যায় দীর্ঘক্ষণ। ছেলে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন তাঁর পরিজনেরা। শুরু হয় খোঁজখবর। বাড়ির নিচের দোকানে খোঁজ নিয়ে তাঁরা জানতে পারেন শ্রেষ্ঠাংশু ওই দোকানে আসেনি। বাড়ি থেকে বেশ কিছুটা দূরের এক ওষুধের দোকানের মালিক জানান শ্রেষ্ঠাংশু তাঁর দোকানে এসেছিল। সেখান থেকে ৪০ টাকা দিয়ে দুটি মাস্ক কেনে সে। এরপর চলে যায়। তবে পরিজনদের দাবি, শ্রেষ্ঠাংশু বয়সের নিরিখে অত্যন্ত ছোট। তাই তার হাতে টাকা দেওয়া হত না। তাহলে কীভাবে সে মাস্ক কেনার টাকা পেল, স্বাভাবিকভাবেই মাথাচাড়া দিয়েছে সেই প্রশ্ন।
[আরও পড়ুন: ‘আমার মুখ আর দেখতে হবে না’, স্ত্রীকে ভিডিও কল করে আত্মঘাতী বিদ্যালয় পরিদর্শক]
শ্রেষ্ঠাংশুর বাবা-মার দাবি, গত দু’দিন ধরে অত্যন্ত মনমরা হয়ে গিয়েছিল বছর দশেকের ওই শিশু। কারও সঙ্গে বিশেষ কথা বলছিল না। কারণে-অকারণে কান্নাকাটিও করতে দেখা যাচ্ছিল তাকে। তবে কেন কাঁদছে সে বিষয়ে স্পষ্টভাবে বাবা-মাকেও কিছু বলছিল না শ্রেষ্ঠাংশু। শুধুমাত্র বাবা-মায়ের কাছে বোর্ডিং স্কুলে ভরতি করে দেওয়ার আরজি জানিয়েছিল সে। কেন সে বোর্ডিং স্কুলে পাঠানোর বায়না করেছিল, সে বিষয়টিও ভাবাচ্ছে প্রায় সকলকেই। নেতাজিনগর থানায় নিখোঁজ ডায়েরি করেছেন ওই শিশুর বাবা-মা। অপহরণ নাকি শ্রেষ্ঠাংশুর নিখোঁজ হয়ে যাওয়ার নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
The post ওষুধের দোকান থেকে মাস্ক কিনে নিখোঁজ শিশু, অপহরণ নাকি অন্য কিছু ধন্দে পুলিশ appeared first on Sangbad Pratidin.