shono
Advertisement
S Jaishankar

সন্ত্রাসবাদ ও বাণিজ্য একসঙ্গে হয় না, ইসলামাবাদে দাঁড়িয়েই পাকিস্তানকে তোপ জয়শংকরের

চলতি বছরে ইসলামাবাদে অনুষ্ঠিত হচ্ছে ২৩তম SCO সম্মেলন।
Published By: Kishore GhoshPosted: 02:28 PM Oct 16, 2024Updated: 03:41 PM Oct 16, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি কার্যকলাপ আর বাণিজ্য একসঙ্গে হতে পারে না, পাকিস্তানের মাটিতে দাঁড়িয়েই পাকিস্তানকে তোপ দাগলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। মঙ্গলবার ৯ বছর পর ইসলামাবাদে পা রাখেন ভারতের কোনও বিদেশমন্ত্রী। SCO সামিটে নিজের বক্তব্যে জয়শংকর বলেন, সন্ত্রাসবাদ কখনই দুই দেশের সম্পর্ক মজবুত করে না। এদিন ভারত-পাকিস্তানের সম্পর্কের উন্নতির বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন জয়শংকর।

Advertisement

জয়শংকর বলেন, "এটা স্বতঃসিদ্ধ যে উন্নয়ন ও আর্থিক বৃদ্ধির জন্য শান্তি ও স্থিতিশীলতা জরুরি।" এর পরেই ভারতের বিদেশমন্ত্রীর সোজা কথা, "যদি সীমান্ত এলাকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ চলতেই থাকে, তবে বাণিজ্য, শক্তির আদানপ্রদান, মানুষে মানুষে সম্পর্ক হতে পারে না।" জয়শংকর জোর দিয়ে বলেন, "বর্তমান সময়ে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থার বিরুদ্ধে লড়াই আরও বেশি করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।" বিশ্বায়নের যুগে পারস্পরিক নির্ভরতার প্রসঙ্গ টেনে SCO দেশগুলিকে আরও বেশি করে একজোট হওয়ার বার্তা দেন ভারতের বিদেশমন্ত্রী।

জয়শংকরের বক্তব্য, সম্পর্কের উন্নতির জন্য ভালো প্রতিবেশী হয়ে উঠতে হবে আমাদের, প্রয়োজনে স্বচ্ছতার সঙ্গে আলোচনা চালাতে হবে। বলেন, (উভয়পক্ষে) "সহযোগিতা অবশ্যই পারস্পরিক শ্রদ্ধা ও সার্বভৌমত্বের মর্জাদার ভিত্তিতে গড়ে ওঠে। আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয় প্রকৃত বন্ধুত্ব। কোনও একতরফা এজেন্ডা হতে পারে না।" এছাড়াও গোটা বিশ্বের সামগ্রিক উন্নয়নে ভারতের বৈশ্বিক উদ্যোগের কথা মনে করান জয়শংকর। সেই তালিকায় রয়েছে সৌরবিদ্যুৎ উৎপাদনে আন্তর্জাতিক জোট, দুর্যোগ প্রতিরোধ পরিকাঠামো নির্মাণে জোট, 'মিশন লাইফ' বা টেকসই জীবনধারার রূপরেখা নির্মাণ, যোগের প্রচার, গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স, আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স ইত্যাদি। সন্ত্রাসবাদের প্রশ্নে পাকিস্তানের সমালোচনা করেও সৌজন্য দেখাতে ভোলেননি ভারতের বিদেশমন্ত্রী। চলতি বছরে এসসিও শীর্ষ সম্মেলনে সভাপতিত্বের জন্য পাকিস্তানকে অভিনন্দন জানান জয়ংশকর। সম্মেলনের সাফল্য কামনায় শুভেচ্ছা জানান।

ভারত এবং পাকিস্তান ছাড়াও চিন, রাশিয়া, তাজাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান-সহ বেশ কয়েকটি দেশ এই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) সদস্য। এসসিও দেশগুলো ঘুরিয়ে ফিরিয়ে শীর্ষ বৈঠকের আয়োজন করে থাকে। এ বছর মঙ্গল এবং বুধবার ইসলামাবাদে অনুষ্ঠিত হচ্ছে সদস্য দেশগুলোর সরকার প্রধানদের ২৩তম সম্মেলন। প্রথামাফিক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সব সদস্য দেশের রাষ্ট্রপ্রধানদেরই আমন্ত্রণ জানান। গত আগস্ট মাসে আমন্ত্রণপত্র আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও। কিন্তু দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষিতে প্রশ্ন ওঠে, মোদি কি এই সম্মেলনে যোগ দিতে পাকিস্তান যাবেন? নানা জল্পনার পর অবশেষে বিবৃতি দিয়ে বিদেশমন্ত্রক জানায় এসসিও সামিটে যোগ দিতে পাকিস্তানে যাবেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। সেই মতো ৯ বছর বাদে প্রথম ভারতীয় বিদেশমন্ত্রী হিসাবে জয়শংকর পাকিস্তানে যান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জয়শংকরের বক্তব্য, সম্পর্কের উন্নতির জন্য ভালো প্রতিবেশী হয়ে উঠতে হবে আমাদের, প্রয়োজনে স্বচ্ছতার সঙ্গে আলোচনা চালাতে হবে।
  • ভারত এবং পাকিস্তান ছাড়াও চিন, রাশিয়া, তাজাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান-সহ বেশ কয়েকটি দেশ এই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য।
Advertisement