shono
Advertisement

বাদ যেতে পারে অণ্ডকোষ, হাঁটতেও সমস্যা হচ্ছে অনুব্রত মণ্ডলের, চিন্তায় চিকিৎসকরা

বীরভূমের দাপুটে নেতার দু'টি অণ্ডকোষের অবস্থাই খারাপ।
Posted: 12:46 PM Apr 13, 2022Updated: 02:34 PM Apr 13, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাদ দেওয়া হতে পারে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) অণ্ডকোষ। এমন খবরই জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে। শোনা যাচ্ছে, বীরভূমের দাপুটে নেতার দু’টি অণ্ডকোষের অবস্থাই খারাপ। তা ফুলে গিয়েছে এবং রসও নির্গত হচ্ছে।

Advertisement

 

সূত্রের খবর, বুধবার সকালে তৃণমূল নেতাকে (TMC Leader) হাসপাতাল চত্বরেই হাঁটানো হয়েছে।  ছ’মিনিট মতো হাঁটার পর নাকি আর হাঁটতে পারছিলেন না অনুব্রত। ক্লান্ত হয়ে বসে পড়েন তিনি। এই ছ’মিনিটে ৭২ মিটার মতো হেঁটেছেন তিনি। তৃণমূল নেতাকে অক্সিজেন দিতে হতে পারে বলেই খবর।

[আরও পড়ুন: তপন কান্দু খুনে সিবিআইয়ের প্রথম গ্রেপ্তার, টানা ২১ ঘণ্টা জেরার পর ধৃত তৃণমূল নেতা

গরুপাচার কাণ্ডে গত বুধবার নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে যাওয়ার কথা ছিল অনুব্রতর। তবে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে যান তিনি। গতকাল, মঙ্গলবার রাত থেকেই পেটের সমস্যায় ভুগছিলেন। সেই কারণে এদিন এসএসকেএমে আসেন। ৮ সদস্যের মেডিক্যাল টিম প্রায় তিন ঘণ্টা ধরে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা করে। তারপরই তাঁকে হাসপাতালে ভরতির সিদ্ধান্ত নেওয়া হয়।

ফাইল ছবি

এক্স-রে, ইসিজি-সহ অনুব্রতর একাধিক রক্ত পরীক্ষা হয়েছে। জানা গিয়েছে, তাঁর হার্টে সামান্য ত্রুটি রয়েছে। লিভারের সমস্যাও ফের মাথাচাড়া দিয়েছে। ডায়াবেটিস রয়েছে তৃণমূল নেতার। কোলেস্টেরলের পরিমাণও অনেক বেশি। এর জেরে সমস্যা হচ্ছে। সি-প্যাপ মেশিন দিতে হয়েছে অনুব্রতকে। তাঁর আবার ফিশচুলাও রয়েছে। 

তবে সূত্রের খবর মানলে, চিকিৎসরা সবচেয়ে বেশি চিন্তিত অনুব্রত মণ্ডলের অণ্ডকোষের সমস্যা নিয়ে। প্রয়োজনে তা কেটে বাদ দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন অন্তত ২৫ রকমের ওষুধ খেতে হচ্ছে বীরভূমের দাপুটে নেতাকে। দলের সর্বস্তরের নেতা-কর্মীরা তৃণমূল নেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন। নেতাকে দেখতে হাসপাতালে ভিড় জমাচ্ছেন অনেকেই। তাঁর আরোগ্য কামনা করছেন। কেউ কেউ আবার তৃণমূল নেতার এই সমস্যা নিয়ে কটাক্ষও করছেন। তার পালটা দিয়ে ফেসবুকে লম্বা বিবৃতি দিয়েছেন যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।

  

[আরও পড়ুন: SSC মামলায় বড়সড় স্বস্তি পেলেন পার্থ, আরও ৪ সপ্তাহ তলব করতে পারবে না CBI]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement