অর্ণব আইচ: শুধু প্রাথমিক শিক্ষক নয়, পুরসভার নিয়োগেও জড়িয়েছে শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের নাম। এমনকী, দমকল বিভাগে নিয়োগেও হাত রয়েছে তাঁর। অয়নের থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে চলত নিয়োগ। যে নিয়োগে প্রভাব খাটাতেন প্রাক্তন তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। নিয়োগের বদলে কোটি-কোটি টাকা ঢুকত অ্যাকাউন্টে। অয়ন-শান্তনুর মধ্যে বিরাট অংকের লেনদেনের হদিশও পেয়েছে ইডি। রাজ্যের অন্যান্য বিভাগের নিয়োগেও কি প্রভাব বিস্তার করেছে অয়ন-শান্তনু জুটি, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
অয়নকে দু’দিন ধরে ম্যারাথন জেরা করেছে ইডি। সেই জেরায় একের পর এক বিস্ফোরক তথঅয় উঠছে এসেছে বলে ইডি সূত্রের দাবি। সূত্রের খবর, তৃতীয় পক্ষ বা থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে রাজ্যের অন্তত ৭০ পুরসভায় কর্মী নিয়োগ করেছেন অয়ন শীল। সাধারণত পুরসভার ছোটখাটো পদগুলিতে নিয়োগ সরাসরি সরকার করে না। নিয়োগের বরাত দেওয়া হয় কোনও থার্ড পার্টি এজেন্সিকে। রাজ্যের অধিকাংশ পুরসভায় নিয়োগের বরাত পেয়েছিল ABS ইনফোজেন। আর এই ইনফোজেনের মালিক অয়ন শীল।
[আরও পড়ুন: ডান্স বারে বঙ্গ বিজেপি নেতারা! ছবি ভাইরাল হতেই শোরগোল গেরুয়া শিবিরে]
পুরসভায় নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডে কারা থাকবেন তাও সিদ্ধান্ত নিত এই সংস্থাই। সেখানে প্রভাব থাকত শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়েরও।। ২০১৮-২০১৯ সালের মধ্য়ে এই নিয়োগ হয়েছিল বলে দাবি ইডির। মাত্র ৭-১০ দিনের মধ্যে অয়ন-শান্তনু দুজনের মধ্য়ে প্রায় সাড়ে সাত কোটি টাকার লেনদেন হয়েছিল বলে খবর। মাত্র কয়েকটা দিনের মধ্যে এত টাকার লেনদেন কেন, নিয়োগ দুর্নীতির অর্থই কি লেনদেন হয়েথছিল, উত্তর জানতে অয়ন শীলকে লাগাতার জেরা করছে ইডি।