সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েদিদের সংশোধনে নতুন উদ্যোগ নিল থানে সেন্ট্রাল জেল৷ জেলের ভিতরেই তৈরি করা হবে একটি এফএম স্টেশন৷ আর সেই স্টেশনে রেডিও জকির ভূমিকায় থাকবেন কয়েদিরাই!
জেল সুপারিন্টেন্ডেন্ট হীরালাল যাদব জানাচ্ছেন, সব ঠিকঠাক থাকলে আগামী দু’সপ্তাহের মধ্যেই এই নয়া এফএম স্টেশনটি চালু হয়ে যাবে৷ বিগ বি অমিতাভ বচ্চনের হাতে এফএম স্টেশনটি উদ্বোধন করানোর ইচ্ছে জেল কর্তৃপক্ষর৷ তার জন্যও চলছে প্রস্তুতি৷ কী ধরনের অনুষ্ঠান হবে এখানে? হিরালাল যাদব জানিয়েছেন, প্রত্যেকটি প্রোগ্রামে একসঙ্গে দু’জন করে কয়েদি হবেন আরজে৷ মূলত কয়েদিদের জন্যই অনুষ্ঠান সম্প্রচারিত হবে যা অন্য জেলের কয়েদিরাও শুনতে পাবেন৷ এছাড়া রেডিওর মধ্যে দিয়ে শহরের নানা প্রান্তে কয়েদিরা পৌঁছতে পারবেন তাঁদের নিজস্ব কথাও৷
শুক্রবার থানে সেন্ট্রাল জেল পর্যবেক্ষণে এসে মন্ত্রী একনাথ শিন্ডে জানান, এই নয়া উদ্যোগের জন্য সবরকম সাহায্য করবে সরকার৷ পাশাপাশি জেলে একটি জিম তৈরির প্রস্তাবও দিয়েছেন তিনি৷ জেলের ভিতর এফএম স্টেশন যদিও এদেশে নতুন নয়৷ এর আগে ২০১৩ সালে তিহার জেলে প্রথম এফএম স্টেশন চালু হয়েছিল৷ ‘আরজে’ হিসেবে কয়েদিদের প্রশিক্ষণের পাশাপাশি বিনোদনের উদ্দেশে চালু হয়েছিল এফএম স্টেশনটি৷
The post এবার এফএম স্টেশনে রেডিও জকি কয়েদিরা appeared first on Sangbad Pratidin.