shono
Advertisement

শেষবেলায় চমক! অনুপম হাজরার ডাকে রাজ্যে বিজেপির প্রচারে আসতে পারেন ‘দ্য গ্রেট খালি’

এর আগেও অনুপম হাজরার হয়ে প্রচারে রাজ্যে এসেছিলেন খালি।
Posted: 08:13 PM Feb 22, 2022Updated: 08:19 PM Feb 22, 2022

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বঙ্গে পুরভোটের (West Bengal Civic Polls) শেষবেলার প্রচারে গেরুয়া কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে আসতে পারেন দ্য গ্রেট খালি। রাজ্যের ১০৮টি পুরসভার ভোটের প্রচার শেষ হতে বাকি আর মাত্র তিনদিন। শুক্রবার শেষ প্রচার। আর এই প্রচারের শেষ মুহুর্তে কুস্তিগীর দ্য গ্রেট খালিকে আনার চেষ্টা করছে বিজেপি (BJP)।

Advertisement

তবে রাজ্য বিজেপির তরফে নয়, খালিকে শেষবেলার প্রচারে আসার জন্য অনুরোধ করেছেন তাঁর বন্ধু তথা বিজেপির কেন্দ্রীয় সম্পাদক প্রাক্তন সাংসদ অনুপম হাজরা (Anupam Hazra)। সদ্য পাঞ্জাবের ভোট প্রচার শেষ করা খালি জানিয়েছেন, সময় বের করে আসার চেষ্টা করছেন। মঙ্গলবার অনুপম হাজরার বক্তব্য, “আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। ওঁ আমার বন্ধু। আমি আসার জন্য অনুরোধ করেছি।”

[আরও পড়ুন: আনিস কাণ্ডে মহাকরণ অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কলকাতা, ছাত্রনেতার বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে SIT]

এমনিতে পুরভোটের প্রচারে বিজেপি ছন্নছাড়া। কেন্দ্রীয় স্তরের নেতামন্ত্রী তো দূরের কথা, স্থানীয় সাংসদ-বিধায়কদেরও সব জায়গায় সার্বিকভাবে প্রচারে দেখা যাচ্ছে না। হাতে গোণা কিছু রাজ্য নেতা প্রচারে পা মেলাচ্ছেন কর্মীদের সঙ্গে। দলের নিচুতলার কর্মীরা অনেকাংশে অসহায় বোধ করছেন। এর মধ্যে শেষবেলায় যদি খালির মতো কেউ প্রচারে আসেন, তাহলে গেরুয়া শিবিরের কর্মীরা খানিক অক্সিজেন পাবেন। যদিও খালির রাজ্যে আসার ব্যাপারটা চুড়ান্ত নয়। আর এলেও তিনি কোন কোন জেলায় প্রচারে যাবেন, তাও স্পষ্ট নয়।

[আরও পড়ুন: হাওড়ায় এবার রেড ভলান্টিয়ারের রহস্যমৃত্যু, রেললাইনের ধারে মিলল রক্তাক্ত দেহ]

তবে, খালির রাজ্যে আসা এই প্রথম নয়। এর আগে যাদবপুরে অনুপম হাজরার হয়েই পদ্মশিবিরের প্রচারে এসেছিলেন এই কুস্তিগীর। কিন্তু তখনও তিনি প্রত্যক্ষভাবে বিজেপিতে যোগ দেননি। এখন তিনি অবশ্য বিজেপিতে এসেছেন। কুস্তির আখড়া ছেড়ে রাজনীতির আঙিনায় এসেছেন গ্রেট খালি। সম্প্রতি দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে গেরুয়া শিবিরে যোগদান করে নিজের রাজনৈতিক কেরিয়ার শুরু করেছেন ‘‘দ্য গ্রেট খালি’ (The Great Khali) ওরফে দিলীপ সিং রানা।’ প্রথম থেকেই বিজেপির প্রতিই তাঁর আনুগত্য ছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement