shono
Advertisement

ক্রাইস্টচার্চ ঘাতকের মানসিক পরীক্ষার নির্দেশ আদালতের, বিচারে দেরিতে ক্ষুব্ধ জনতা

১৪ জুনের মধ্যে মানসিক স্বাস্থ্যের রিপোর্ট দিতে হবে আদালতকে৷ The post ক্রাইস্টচার্চ ঘাতকের মানসিক পরীক্ষার নির্দেশ আদালতের, বিচারে দেরিতে ক্ষুব্ধ জনতা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:43 PM Apr 05, 2019Updated: 08:43 PM Apr 05, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচারপ্রক্রিয়ায় অংশ নেওয়ার মতো সুস্থ? নাকি মস্তিষ্কে বিকৃতি ঘটেছে? তা জানতে নিউজিল্যান্ড গণহত্যার খলনায়ক ব্রেন্ডন ট্যারান্টের মানসিক স্বাস্থ্য পরীক্ষা হবে৷ এমনই নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক৷ যদি পরীক্ষায় পাশ করে ঘাতক, তা হলেই তার বিচার প্রক্রিয়া শুরু হবে৷

Advertisement

গত ১৫ মার্চ৷ ক্রাইস্টচার্চের আল নূর এবং লিনউড মসজিদে বন্দুক নিয়ে ঢুকে গণহত্যা চালায় অভিযুক্ত অস্ট্রেলীয় যুবক ব্রেন্ডন ট্যারান্ট৷ নিহত হন শিশু, মহিলা-সহ ৫০ জন৷ প্রবল ইসলাম বিদ্বেষ থেকে সে এমন নৃশংস কাণ্ড ঘটিয়েছে বলে নিজেই স্বীকার করেছিল ঘাতক৷ পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পেশের সময়েও চোখেমুখে হিংসার ছায়া ছিল প্রকট৷ এরপর কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে নিয়মিত শুনানির সময়েও ট্যারান্ট ছিল নির্বিকার৷ এসব দেখেই বিচারক ক্যামেরন ম্যান্ডার ঘাতকের মানসিক স্বাস্থ্য পরীক্ষার কথা বলেন৷

                                     [ আরও পড়ুন : সত্যি কি ধ্বংস হয়েছে পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান? মার্কিন রিপোর্ট ঘিরে তুঙ্গে জল্পনা]

শুক্রবার সকালে ফের শুনানির সময় বিচারক তাঁকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কয়েকটি প্রশ্ন করেন৷ কিন্তু ট্যারান্ট নিরুত্তর ছিল৷ এমনকী শরীরী ভাষাতেও নির্বিকার ভাব ছিল৷ এরপরই বিচারক বলেন, অভিযুক্তের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হোক৷ আগামী ১৪ জুন পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়ে বিচারক জানান, এই সময়ের মধ্যেই ট্যারান্টের মানসিক পরীক্ষা করিয়ে নিতে হবে৷ ১৪ জুন ফের শুনানি৷ এদিন শুনানিতে আদালত কক্ষে উপস্থিত ছিলেন নিহতদের পরিবারের মানুষজন৷ তাঁদের মধ্যে ওমর নবি হারিয়েছেন বাবাকে৷ তিনি বললেন, ‘আমরা চাই না, ওর মৃত্যুদণ্ড হোক৷ চাই, ও এভাবে কারাবন্দি হয়েই সারা জীবন কাটাক৷’ হামলা থেকে বেঁচে ফেরা আরেক বাসিন্দা তোফাজল আলমের কথায়, ‘প্রতি শুক্রবার মসজিদে একসঙ্গে অনেককে দেখতে পেতাম৷ ওই একটা দিনের জন্য অপেক্ষা করতাম৷ কিন্তু হামলার পর থেকে ৫০ জন বন্ধুকে আর দেখতে পাই না৷ এই আক্ষেপ ভোলার নয়৷ আমি চাই, হত্যার মতো গুরুতর ঘটনার জন্য যতটা কড়া শাস্তি হয়, ততটাই হোক৷’

                                        [ আরও পড়ুন : বিলুপ্তির মুখে সমুদ্রতলের প্রবাল প্রাচীর, গ্রেট বেরিয়ার রিফের ৯০% নষ্ট]

তবে, যে পদ্ধতিতে গণহত্যাকারীর বিচার প্রক্রিয়া চলছে, তাতে কিছুটা ক্ষুণ্ণ ক্রাইস্টচার্চের বাসিন্দারা৷ তাঁদের মতে, কোনওরকম সহানুভূতি ছাড়া দ্রুতই ট্যারান্টের বিচার হোক৷ কিন্তু নিউজিল্যান্ডের আইন অনুযায়ী, প্রত্যেকের মানবাধিকার রক্ষা করা উচিৎ৷ যদিও সত্যিই ট্যারান্ট মানসিকভাবে অসুস্থ হয়, তাহলে তাকে সুস্থ করে তবে শুরু হবে চূড়ান্ত বিচার৷     

The post ক্রাইস্টচার্চ ঘাতকের মানসিক পরীক্ষার নির্দেশ আদালতের, বিচারে দেরিতে ক্ষুব্ধ জনতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement