shono
Advertisement

Breaking News

‘উড়তা পাঞ্জাব’-এর নতুন গান যেন বিবেক দংশন!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘উড়তা পাঞ্জাব’ ছবিটি নিয়ে ইতিমধ্যেই বিস্তর উৎসাহের সৃষ্টি হয়েছে দর্শকদের৷ ছবির ডায়লগ ‘ড্রাগস দি মা দি’-ও ভাইরাল৷ এবার ‘উড়তা পাঞ্জাব’ ছবির নতুন গান ‘ডা ডা ডাস্সে’ মুক্তি পেল৷ ছবির আগের গানে যেমন অন্য শাহিদ কাপুরকে দেখা গিয়েছিল, এবার নতুন গানে দেখা গেল অন্য আলিয়াকে৷ বিহারি তরুণীর চরিত্রে অনবদ্য আলিয়া৷ শুধু তাই […] The post ‘উড়তা পাঞ্জাব’-এর নতুন গান যেন বিবেক দংশন! appeared first on Sangbad Pratidin.
Posted: 04:42 PM May 27, 2016Updated: 11:12 AM May 27, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘উড়তা পাঞ্জাব’ ছবিটি নিয়ে ইতিমধ্যেই বিস্তর উৎসাহের সৃষ্টি হয়েছে দর্শকদের৷ ছবির ডায়লগ ‘ড্রাগস দি মা দি’-ও ভাইরাল৷

Advertisement

এবার ‘উড়তা পাঞ্জাব’ ছবির নতুন গান ‘ডা ডা ডাস্সে’ মুক্তি পেল৷ ছবির আগের গানে যেমন অন্য শাহিদ কাপুরকে দেখা গিয়েছিল, এবার নতুন গানে দেখা গেল অন্য আলিয়াকে৷

বিহারি তরুণীর চরিত্রে অনবদ্য আলিয়া৷ শুধু তাই নয়, গানের প্রতিটি শব্দ বুঝিয়ে দিচ্ছে জীবনে ড্রাগের প্রভাব যেন সাপের দংশন৷ জীবনের সম্পূর্ণ অর্থ বদলে যায় ড্রাগের প্রভাবে৷

এই গানের সুর দিয়েছেন অমিত ত্রিবেদি৷ গানটি গেয়েছেন কণিকা কাপুর এবং বাবু হাবি৷
নতুন আলিয়া এবং অন্য ঘরানার এই নয়া গান দেখে নিন৷

The post ‘উড়তা পাঞ্জাব’-এর নতুন গান যেন বিবেক দংশন! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement