সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩টি পা, ৪টি স্তন, ২টি যোনি৷ সব একই মানুষের শরীরে৷ আজকের কথা নয়, এ কাহিনী উনবিংশ শতাব্দীর এক বারবণিতার৷ যা উঠে এসেছিল উপন্যাসের পাতাতেও৷
১৮৬০৷ সময়টা ছিল অন্ধবিশ্বাসের বেশি, বিজ্ঞানের কম৷ তাই বিকৃত অঙ্গ নিয়ে জন্ম নেওয়া বেশিরভাগ মানুষেরই ঠাঁই হত সার্কাসের তাবুতে৷ সেই সময়েই ফ্রান্সের মার্টিনিক দ্বীপে জন্ম হয় ব্লাঞ্চ ডুমাহর৷ বাবা ফরাসি হলেও ব্লাঞ্চ-এর মা ছিলেন আফ্রিকান৷ জন্ম থেকেই সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল তাঁর বিকৃত শরীর৷ সময়ের সঙ্গে সঙ্গে যা বেড়ে ওঠে প্রকৃতির নিয়মে৷
শোনা যায়, ব্লাঞ্চ-এর শরীরের দুটি স্তনের পাশেই ছিল দুটি অপূর্ণাঙ্গ স্তন৷ দুটি যোনিদ্বারই ছিল অনুভূতি প্রবণ৷ তৃতীয় পা’টি নির্গত হয়েছিল পায়ুদ্বার কাছাকাছি থেকে৷ নিজের এই অতিরিক্ত অঙ্গের সুবিধা বেশ ভালভাবেই উপভোগ করতেন ব্লাঞ্চ৷ এই কারণেই নাকি প্যারিসে বেশ্যাবৃত্তিকে পেশা হিসেবে বেছেছিলেন৷
উপন্যাসের কথা অনুযায়ী, একই সঙ্গে দুই সঙ্গীর সঙ্গে সহবাস করতে পছন্দ করতেন তিনি৷ এমনকি সেই সময় ফ্রান্সিসকো লেনটিনি বলে এক ব্যক্তির দুটি যৌনাঙ্গ ছিল বলে উপন্যাস থেকে জানা যায়৷ যার সঙ্গে সহবাস করার ইচ্ছে প্রকাশ করেছিলেন ব্লাঞ্চ৷ পরে নাকি দুজনের গভীর প্রণয়ের সম্পর্কেও আবদ্ধ হয়েছিলেন৷ অবশ্য এই খবরের সত্যতা প্রমাণসাপেক্ষ৷
The post OMG! একই শরীরে দু’টি যৌনাঙ্গ ছিল এই বারবণিতার! appeared first on Sangbad Pratidin.