shono
Advertisement

Breaking News

‘সংবিধান না মানার প্রবণতা বাড়ছে’, দমদম চলচ্চিত্র উৎসবে বিস্ফোরক অনুরাগ কাশ্যপ

দমদম চলচ্চিত্র উৎসবের মূল উপদেষ্টা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। The post ‘সংবিধান না মানার প্রবণতা বাড়ছে’, দমদম চলচ্চিত্র উৎসবে বিস্ফোরক অনুরাগ কাশ্যপ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:52 PM Feb 04, 2020Updated: 12:52 PM Feb 04, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: NRC ও CAA নিয়ে বারবার সোচ্চার হয়েছেন অনুরাগ কাশ্যপ। দমদমের চলচ্চিত্র উৎসবে এসেও তার অন্যথা হল না। মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন,  “দেশে সংবিধান অস্বীকার করার প্রবণতা বাড়ছে। আর রাজনৈতিক কারণে ব্যক্তিগত সত্ত্বা হরণ হচ্ছে রোজই।” 

Advertisement

NRC ও CAA নিয়ে বিক্ষোভে যখন উত্তাল দেশের বিভিন্ন অংশ, তখন বলিউডের প্রতিবাদী মুখ হিসাবে নিজেকে সামনের সারিতে নিয়ে এসেছিলেন অনুরাগ। বারবার সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদীদের সমর্থনে মুখ খুলেছেন তিনি। কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করতে ছাড়াননি তিনি। কখনও সরকারকে ‘ভীতু’ বলেছেন; কখনও আবার বলেছেন ‘আশপাশে ক্যামেরা থাকলে তবেই মোদি কাজ করেন।’ এমনকী প্রধানমন্ত্রীকে তিনি এমনও বলেছেন, “মোদিকে বলো প্রথমে নিজের কাগজ, সম্পূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের উপর নিজের ডিগ্রি, নিজের বাবা ও পরিবারের সবার জন্মের শংসাপত্র গোটা ভারতে দেখান। তারপর যেন আমাদের থেকে চান।” সোমবার দমদমে প্রতিবাদের সেই অনুরণনই উঠে এল তাঁর বয়ানে। সংযত হয়েই শক্তভাবে অনুরাগ কলকাতার উদ্দেশে তাঁর বার্তা ছুঁড়ে বলেছেন, “ব্যক্তিসত্ত্বা হরণকারীদের নিয়ে ভাবার সময় এসেছে। সংবিধান না মানা লোকেদের বিরুদ্ধে গর্জে ওঠার সময় চলে এসেছে।”

[ আরও পড়ুন: পথ দুর্ঘটনায় গুরুতর আহত সংগীতশিল্পী সৌমিত্র রায়, ভরতি হাসপাতালে ]

দমদম চলচ্চিত্র উৎসবের মূল উপদেষ্টা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন, নাগরিকত্ব আইন নিয়ে বলিউডে সরব হয়েছিলেন অনুরাগ। দমদম প্রতিবার অভিনেতাদের নিয়ে আসে চলচ্চিত্র উৎসবে। এবার অনুরাগকে আমন্ত্রণ জানানোর অন্যতম কারণ এনআরসি নিয়ে তাঁর মতামত শোনা। মুখ্যমন্ত্রী প্রথম থেকেই এর বিরোধিতা করছেন রাজ্য এবং দেশে। এবার অনুরাগের কথাও শুনতে পেলেন কলকাতার মানুষ। উৎসবের মূল উদ্যোক্তা প্রবীর পাল। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী এনআরসি ও সিএএ নিয়ে লাগাতার আওয়াজ তুলে দেশ জোড়া আন্দোলন গড়ে তুলেছেন। সেই পথেই হেঁটেছে দমদম চলচ্চিত্র উৎসব।

[ আরও পড়ুন: ভাজ্জির দুসরা ইনিংস, রুপোলি পর্দায় হাতেখড়ি স্পিনারের ]

The post ‘সংবিধান না মানার প্রবণতা বাড়ছে’, দমদম চলচ্চিত্র উৎসবে বিস্ফোরক অনুরাগ কাশ্যপ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement