সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উন্মুক্ত শরীর। সেটাই ক্যানভাস। মনের ইশারায় চলে তুলির টান। আর সৃষ্টি হয় একের পর গাথা। কিছু মনের কথা, কিছু প্রাণের ব্যথা, কিছু লুকনো ইচ্ছে, কিছু না বলা ভাষা – সবই প্রকাশ পায় শরীরের খাঁজে খাঁজে। যেখানে নারীর বক্ষদেশ মানেই শ্লীল-অশ্লীলের তর্ক নয়। নিম্নাঙ্গ মানেই রক্ষণশীল সমাজের অবদমিত কৌতুহল নয়। তা প্রকৃতির সবচেয়ে সুন্দর সৃষ্টি। যাকে আপন করে নেওয়া যায় কেবলমাত্র মন দিয়ে। তারপর রঙের পরশে গড়ে তোলা যায় মনের মতো করে।
[স্তন্যদানের জায়গাই নেই কর্মস্থলে, কাজ ছাড়তে বাধ্য হচ্ছেন মায়েরা]
শরীর ও রঙের এমনই এক উৎসব অস্ট্রিয়ার ক্লগেনফুর্টে সম্প্রতি পালিত হল। ২০তম বার্ষিক ওয়ার্ল্ড বডিপেন্টিং ফেস্টিভ্যাল। যাতে সারা বিশ্ব থেকে শামিল হলেন অন্তত ৬০ জন প্রতিযোগী। মানুষের সামনে তুলে ধরলেন নিজেদের শিল্পকীর্তি।
তিন দিন ধরে চলল এই উৎসব। মঞ্চে ধরা দিল স্পেশ্যাল এফেক্টস বডিপেন্টিং, ব্রাশ, স্পঞ্জ থেকে আল্ট্রাভায়োলেট এফেক্ট। দেখুন তাঁরই টুকরো ঝলক।
[জানেন, কেন দর্শককে চমকে দেওয়ার কথা বলছেন এই অভিনেত্রী?]
The post উন্মুক্ত শরীরে রঙের খেলায় মাতলেন সারা বিশ্বের শিল্পীরা appeared first on Sangbad Pratidin.