shono
Advertisement
Donald Trump

মাঝরাতে শুল্কের মিসাইল ছুড়বেন ট্রাম্প, কোন কোন দেশের উপর নামছে খাঁড়া?

মার্কিন অর্থসচিব ইতিমধ্যে 'ডার্টি ১৫'-এর কথা উল্লেখ করেছেন।
Published By: Kishore GhoshPosted: 03:15 PM Apr 02, 2025Updated: 04:32 PM Apr 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েল-হামাস, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের চেয়ে কোনও কোনও ক্ষেত্রে বড় হয়ে উঠছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ। ভারতীয় সময় বুধবার রাত সাড়ে বারোটায় 'ইটের বদলা পাটকেল' ছুড়তে চলেছেন তিনি। শঙ্কিত ভারত-সহ ১৫টি দেশ। ওই সময়ই ‘পারস্পরিক শুল্ক’ নিয়ে সবিস্তার জানাবেন মার্কিন প্রেসিডেন্ট। এখন প্রশ্ন হল, কোন কোন দেশের উপর নেমে আসছে মার্কিন শুল্কের খাঁড়া? তার চেয়েও দরকারি প্রশ্ন, ভারতের উপর কতখানি কর চাপাতে চলেছে মার্কিন প্রশাসন?

Advertisement

মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট ইতিমধ্যে 'ডার্টি ১৫'-এর কথা উল্লেখ করেছেন। এই দেশগুলি ১৫ শতাংশ মার্কিন বাণিজ্যের অংশীদার। অথচ আমেরিকান পণ্যের উপর উচ্চ শুল্ক চাপিয়ে থাকে। যদিও পনেরোটি 'মন্দ দেশে'র তালিকা প্রকাশ করেননি স্কট। সূত্রের খবর, তালিকায় রয়েছে চিন, মেক্সিকো, ভিয়েতনাম, আয়ারল্যান্ড, জার্মানি, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা, থাইল্যান্ড, ইটালি, সুইজারল্যান্ড, মালোয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ভারত। ট্রাম্প প্রশাসন মনে করছে, এই দেশগুলি সম্মিলিতভাবে মার্কিন বাণিজ্য ভারসাম্যহীনতার জন্য দায়ী। ফলে এদের পণ্যের উপরেই সবচেয়ে বেশি শুল্ক বসানোর সম্ভাবনা।

সোমবার একটি পরিসংখ্যান প্রকাশ্যে আনে আমেরিকা। সেখানে দেখানো হয়, ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার দুগ্ধজাত দ্রব্যে ৫০ শতাংশ, জাপান আমেরিকায় উৎপাদিত চালে ৭০০ শতাংশ, ভারত আমেরিকার কৃষিজাত পণ্যে ১০০ শতাংশ, কানাডা আমেরিকার দুগ্ধজাত দ্রব্যে প্রায় ৩০০ শতাংশ শুল্ক আরোপ করে। বিশেষজ্ঞরা মনে করছেন, সংশ্লিষ্ট দেশগুলি থেকে আমেরিকায় যে পণ্যগুলি রপ্তানি করা হয় সেগুলির উপরে সম পরিমাণ শুল্ক চাপাতে চলেছে আমেরিকা। যদিও বাস্তবে কী ঘটতে চলছে তা জানতে হলে অপেক্ষা করত হবে মাঝরাত অবধি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার একটি পরিসংখ্যান প্রকাশ্যে আনে আমেরিকা।
  • শঙ্কিত ভারত-সহ ১৫টি দেশ।
Advertisement