shono
Advertisement

Breaking News

এবার পাক শরণার্থীদেরও আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করছেন ট্রাম্প!

হোয়াইট হাউস সূত্রে খবর... The post এবার পাক শরণার্থীদেরও আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করছেন ট্রাম্প! appeared first on Sangbad Pratidin.
Posted: 08:46 AM Jan 30, 2017Updated: 03:26 AM Jan 30, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুব তাড়াতাড়ি পাকিস্তান থেকেও শরণার্থীদের মার্কিন মুলুকে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷  হোয়াইট হাউসের একটি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই৷  আপাতত সাতটি দেশ থেকে মুসলিম উদ্বাস্তু ও শরণার্থীদের আমেরিকায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷

Advertisement

হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ রেইন্স প্রিবাস জানিয়েছেন, যে সাতটি দেশ থেকে অভিবাসীদের মার্কিন মুলুকে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে সেই সব দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ চূড়ান্ত ভয়াবহ রূপ নিয়েছে৷  মার্কিন কংগ্রেস ও ওবামা প্রশাসন আগেই ওই সাতটি দেশকে সন্ত্রাসের আঁতুড়ঘর বলে চিহ্নিত করেছিল৷  ভবিষ্যতে পাকিস্তানকেও ওই কালো তালিকায় ফেলতে পারে আমেরিকা৷  কারণ, সেখানেও চরমপন্থী ইসলামিক সন্ত্রাসের দাপাদাপি কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না৷

প্রিবাস আরও বলেছেন, “সন্ত্রাসবাদীদের নিয়ে সমস্যায় ভুগছে পাকিস্তানও৷  তাদের নিয়েও এবার ভাবনাচিন্তা করার সময় চলে এসেছে৷ ” আপাতত পাকিস্তান থেকে আমেরিকায় আসা পাক নাগরিকদের উপর কড়া নজর রাখছে ট্রাম্প প্রশাসন৷  নজর রাখা হচ্ছে আফগানিস্তানের উপরও৷  নজিরবিহীনভাবে এই প্রথমবার পাক শরণার্থীদের মার্কিন মুলুকে প্রবেশাধিকার কেড়ে নেওয়া হতে পারে বলে প্রকাশ্যে মুখ খুলল আমেরিকা৷

অন্যদিকে, ট্রাম্পের নির্দেশ নিয়ে গোটা আমেরিকা জুড়ে তীব্র বিক্ষোভ চলছে৷ বিভিন্ন বিমানবন্দরে প্রতিবাদে শামিল হয়েছেন শরণার্থীরা৷ মার্কিন নাগরিকদের দেশে ঢোকার ক্ষেত্রে পাল্টা নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি নিচ্ছে ইরানও৷ চাপের মুখেও আত্মপক্ষ সমর্থন করে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, নতুন ব্যবস্থায় খুব ভাল কাজ হচ্ছে৷ আর এই নির্দেশ মোটেও মুসলিমদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নয়৷

শুক্রবার ট্রাম্পের জারি করা প্রশাসনিক নির্দেশে আমেরিকায় শরণার্থী ঢোকা চারমাসের জন্য নিষিদ্ধ হয়ে গিয়েছে৷ পাশাপাশি, সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সুদান, সোমালিয়া ও ইয়েমেনের কোনও নাগরিক তিনমাসের জন্য আমেরিকায় ঢুকতে পারবেন না৷ একইসঙ্গে ট্রাম্প জানিয়ে দেন, ভবিষ্যতে শরণার্থীদের ক্ষেত্রে খ্রিস্টান ও অন্য সংখ্যালঘুদের অগ্রাধিকার দেওয়া হবে৷ এর পরই বৈধ ভিসা ও পারমিট থাকা সত্ত্বেও জন এফ কেনেডি-সহ অন্য বিমানবন্দরে প্রায় দুশো শরণার্থীকে আটক করা হয়৷ ট্রাম্পের নির্দেশের পরই শনিবার মামলা করে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন নামে একটি সংগঠন৷ নিউ ইয়র্ক প্রাদেশিক আদালতের বিচারক অ্যান ডনেলি স্থগিতাদেশ দিয়ে জানান, ওই সাতটি দেশের নাগরিক হলেও বৈধ ভিসা ও পারমিট থাকলে তাঁদের আমেরিকায় ঢুকতে দিতে হবে৷ স্বদেশে ফেরত পাঠানো হলে ওই শরণার্থীদের প্রভূত ও অপূরণীয় ক্ষতি হবে৷

(মার্কিন সেনাকে ৩০ দিনের মধ্যে আইএস নিধনের নির্দেশ ট্রাম্পের)

The post এবার পাক শরণার্থীদেরও আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করছেন ট্রাম্প! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement