shono
Advertisement

সাবধান! এই হোয়াটসঅ্যাপ মেসেজগুলিই চূড়ান্ত ক্ষতি করছে আপনার স্মার্টফোনের

ভুল করেও এসব মেসেজ ফরোয়ার্ড করবেন না। The post সাবধান! এই হোয়াটসঅ্যাপ মেসেজগুলিই চূড়ান্ত ক্ষতি করছে আপনার স্মার্টফোনের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:50 PM May 07, 2018Updated: 04:02 PM Jun 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপের একটি মেসেজ ওপেন করলেন। আর তার পরের মুহূর্তেই আপনার ফোনটি হ্যাং করে গেল। এমন সমস্যায় পড়েছেন কখনও? না পড়াটা অস্বাভাবিক কিছু নয়। আবার এমন ঘটনা আপনার সঙ্গে না ঘটে থাকলে অদূর ভবিষ্যতে ঘটতেই পারে। এর কারণ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঢুকে পড়া বাগ। যা আপনার অ্যাপ এবং স্মার্টফোনের সর্বনাশ করছে।

Advertisement

[কীভাবে সাজাবেন বেডরুম? মাথায় রাখুন এই পাঁচটি বিষয়]

বর্তমানে হোয়াটসঅ্যাপে এমন ফরোয়ার্ডেড মেসেজ ঘুরে বেড়ায়, যা কখনও আপনাকে অর্থের প্রতিশ্রুতি দেয় তো কখনও সৌভাগ্যের। এই মেসেজগুলির মধ্যে যুক্ত থাকে একটি করে লিঙ্ক বা স্পেশ্যাল ক্যারেকটর। ভাল ফলের আশায় অনেকেই ক্লিক করে সেই ভারচুয়াল দুনিয়ায় একবার ঢুঁ মেরে আসেন। আর তারপরই ঘটে বিপদ। সেসব লিঙ্কের মাধ্যমে কখন আপনার অ্যাপে এবং স্মার্টফোনে বাগ হানা দেয়, আপনি টেরও পান না। তাই এখনই সাবধান হোন। জেনে রাখুন, কোন কোন মেসেজ আপনার হোয়াটসঅ্যাপ এবং স্মার্টফোনের ক্ষতি করতে মুখিয়ে রয়েছে।

[অদম্য যৌন আকাঙ্ক্ষা কি একরকম নেশা? কী বলছেন বিশেষজ্ঞরা?]

অনেক সময় আপনার কাছে এমন মেসেজ আসে যেখানে হ্যাশ ট্যাগ, আন্ডার স্কোরের মতো কিছু স্পেশ্যাল ক্যারেকটর থাকে। সেটি আপনার ফোনকে ফ্রিজ করে দেওয়ার জন্য যথেষ্ট। বর্তমানে হোয়াটসঅ্যাপে বেশ কয়েকটি এমন মেসেজ ঘুরছে। যার মধ্যে একটি হল এরকম। “এই কালো ডটটিতে টাচ করলেই আপনার হোয়াটসঅ্যাপ হ্যাং করবে।” এই লাইনটির পরই একটি কালো ডট দেখা যায়। নিচে লেখা, “t-touch here”। সেটি টাচ করলেই আপনার অ্যাপটি ফ্রিজ হয়ে যাবে। রিপোর্ট বলছে, এই ধরনের মেসেজে রাইট-টু-লেফট মার্ক ব্যবহৃত হয়। যা হোয়াটসঅ্যাপের লেফট-টু-রাইট ফরম্যাটের বিরোধী। আর সেই কারণেই অ্যাপটি হ্যাং করে যায়। অ্যান্ড্রয়েড ও আইওএস দুই ধরনের স্মার্টফোনই এতে ক্ষতিগ্রস্ত হয়। আরেকটি জনপ্রিয় মেসেজে লেখা থাকে, “এটি অত্যন্ত ইন্টারেস্টিং।” মেসেজের শেষে থাকে একটি হাসির ইমোজি। মেসেজটি অনেকখানি জায়গা নিয়ে থাকে বলে তা অন্য কাউকে ফরোয়ার্ড করতে গেলেই মোবাইলটি হ্যাং করে। তাই যে কোনও মেসেজ ক্লিক করার আগে কিংবা স্ক্রোল ডাউন করে পড়ার আগে সতর্ক থাকুন। অন্যকে ফরোয়ার্ড না করে তা ডিলিট করে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

The post সাবধান! এই হোয়াটসঅ্যাপ মেসেজগুলিই চূড়ান্ত ক্ষতি করছে আপনার স্মার্টফোনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement