মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: শীতের রাত। সন্ধে হতে না হতেই বাড়ি ফেরার তাড়া। ঘড়ির কাঁটায় ৯টা বাজতে না বাজতেই গ্রামীণ এলাকায় মোটের উপর রাস্তাঘাটা ফাঁক। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়ছে চোরেদের দাপট। তবে হাওড়ার জগৎবল্লভপুরের পাঁতিহাল এলাকার চোরের কীর্তিতে তাজ্জব সকলে। কারণ, দামী জিনিসপত্র নয়, চোর ৬টি দোকান হাতড়ে নিয়ে গেল শুধুই সিগারেট। এই ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাঁতিহাল এলাকার পরপর ৬টি দোকান। কোনওটি পানের, তো কোনওটি আবার স্টেশনারি। আবার একটিতেই শুধুমাত্র পাওয়া যায় সিগারেট। গত বৃহস্পতিবার সকালে ওই দোকানগুলি খুলতে আসেন ব্যবসায়ীরা। তাঁরা দেখেন একটি অ্যাসবেসটাস ভাঙা আবার কোনওটির দরজার তালা ভেঙে পড়ে রয়েছে। দোকানিরা তড়িঘড়ি দেখেন কী খোয়া গেল। কিন্তু তাঁরা কিছুক্ষণের মধ্যে বুঝতে পারেন, দোকানে চোর ঢুকলেও খোয়া যায়নি কিছুই। তবে সিগারেট ব্যবসায়ীর মাথায় হাত। সিগারেটের দোকান একেবারে ফাঁকা। কমপক্ষে কয়েক হাজার টাকার সিগারেট চুরি করে পালিয়ে গিয়েছে চোর।
বাধ্য হয়ে জগৎবল্লভপুর থানায় যান ব্যবসায়ীরা। সেখানে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ামাত্রই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারীরা। তার সূত্র ধরেই তদন্ত শুরু হয়। তিনজনকে চিহ্নিত করে পুলিশ। গ্রেপ্তারও করা হয় তাদের। নেশার জ্বালায় যে কেউ এমন কাজ করতে পারেন, তা ভেবেই তাজ্জব প্রায় সকলেই। এর আগে টিটাগড়েও চোরের কীর্তিতে তাজ্জব হয়ে যান অনেকেই। সেখানে বন্ধ স্কুল থেকে নগদ টাকা না পেয়ে শিক্ষিকার রেখে যাওয়া চিপস খেয়ে পালিয়ে যায় চোর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের জগৎবল্লভপুরের ঘটনায় স্বাভাবিকভাবেই চলছে জোর চর্চা।