shono
Advertisement
Personal Finance

বাজারের দুঃসময়ে ভরসা লার্জ ক্যাপেই, জেনে নিন বিস্তারিত

লার্জ ক্যাপের ভোলাটিলিটি অনেক কম।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 04:41 PM Jul 31, 2024Updated: 04:41 PM Jul 31, 2024

খারাপ সময়ে যাঁর চওড়া কাঁধে সম্বল করা যায়, তিনিই আসল। বাজারের ক্ষেত্রেও বিষয়টা একই রকম। বরাবরই মুশকিল আসানের ভূমিকায় নিজের দায়িত্ব পালন করে এসেছে লার্জ ক‌্যাপ। সকলেই জানেন, মার্কেটে খারাপ সময় এলে লার্জ ক‌্যাপ শ্রেণিই পারে আগে রিকভারি করতে। বিস্তারিত জানাচ্ছেন মান্না ক্যাপিটাল কর্ণধার, নিখিল কুমার মান্না

Advertisement

বড় ঘর দেখে পথিক করে আশা, বড় গাছ দেখে পাখি বাঁধে বাসা–এই প্রবাদবাক্য ছোট বেলা থেকে শুনে আসছি। স্কুলে পড়াকালীন ভাবসম্প্রসারণ-ও করে এসেছি। সেই সূত্র ধরেই আজকের সময়ে লার্জ ক‌্যাপ কেন জরুরি একজন রিটেল ইনভেস্টরের জন্য, সে বিষয়ে কিছু জানার চেষ্টা করি। আধুনিক প্রচারমাধ্যমের দৌলতে সাধারণ মানুষ স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, কমোডিটি, বন্ড ও অন‌্যান‌্য প্রকল্প বিষয়ে জানছেন। এবং একইসঙ্গে বিনিয়োগ করাও শুরু করেছেন।

সকলের মধ্যে লার্জ ক‌্যাপ, মিড ক‌্যাপ এবং স্মল ক‌্যাপ সম্পর্কে ধারনা অল্প-বিস্তর তৈরি হয়েছে। আমরা ইতিমধ্যে জেনেছি মার্কেটে লিস্টেড স্টকগুলোর মধ্যে ১ থেকে ১০০-তম কোম্পানির স্টক হল লার্জ ক্যাপ। সাধারণ রিটেল ইনভেস্টরের উচিত, বেশ কিছু লার্জ ক‌্যাপ স্টক নিজের পোর্টফোলিওয় রাখতে। লার্জ ক্যাপের ভোলাটিলিটি অনেক কম। মার্কেটে কোনও খারাপ সময় এলে লার্জ ক্যাপ শ্রেণিই পারে আগে রিকভারি করতে, তাই বিনিয়োগকারীদের অর্জিত সম্পদ এতে অনেকাংশেই নিরাপদ, নির্ভরযোগ্য এবং স্থায়ী থাকে। লার্জ ক্যাপের বেঞ্চমার্কের কথা এলে আমরা নিফটি ফিফটির উল্লেখ করি। একশোটি লার্জ ক্যাপ শ্রেণির স্টকের মধ্যে ৫০টি স্টকের ভোলাটিলিটিকে অনুসরণ করে মার্কেটের অবস্থা অনুধাবন করি।

[আরও পড়ুন: বাজেটে কী পেলাম, কী পেলাম না? কোন বিষয় কাজে আসবে লগ্নিকারীদের?

২০২৪ সালের জুলাই মাসের লার্জ ক‌্যাপ ইনডেক্স/ নিফটি ফিফটির PE রেশিও হল ২৩.৩১ যা কি না ২০২১ সালের জানুয়ারি মাসে ছিল ৩৮.৯। এই মুহূর্তে মিড ক‌্যাপ 50 ইনডেক্স এবং স্মল ক‌্যাপ 50 ইনডেক্স যথাক্রমে ৪৩.৮ এবং ২৬.১, তাই রিটেল ইনভেস্টরদের কাছে এখনই বিশাল সুযোগ আছে লার্জ ক্যাপে কিংবা লার্জ ক্যাপ শ্রেণির মিউচুয়াল ফান্ডে, নিফটি ইনডেক্স ফান্ডে, ডিভিডেন্ড ইল্ড ফান্ডে (যে সব লার্জ ক্যাপ কোম্পানির স্টক যথেষ্ট লাভ তুলতে সমর্থ, তারাই শেয়ার হোল্ডারদের নিয়মিত ডিভিডেন্ড দিতে পারে) বিনিয়োগে করার। এর কারণ হল, লার্জ ক্যাপ এখন ‘আন্ডারভ‌্যালু়ড’। যেহেতু আমরা জানি মিড এবং স্মল ক‌্যাপ শ্রেণিতে তুলনামুলক ঝুঁকি বেশি এবং ‘ওভারভ‌্যালুড’, তাই ঝুঁকি একটু কমিয়ে লার্জ ক্যাপ শ্রেণির সম্পদ যথেষ্ট সহযোগী হবে।

মার্কেটের ক্রমাগত উত্থানে বাজারে কেবল মিড ও স্মল ক্যাপের ঊর্ধ্বমুখী রিটার্ন নিয়ে সমালোচনা চলছে। পোর্টফোলিওতে লার্জ ক্যাপের সঙ্গে স্মল ক্যাপের রিটার্নের তুলনা টানছেন লগ্নিকারীরা। কিন্তু এটা ভুল হয়ে যাচ্ছে কারণ আপনারা মার্কেটের নিম্ন গতি প্রত্যক্ষ করেননি। যখন তা হবে, তখন আপনি বুঝতে পারবেন, আপনার পোর্টফোলিওতে লার্জ ক্যাপের ক্ষমতা।

অনেকে আগে ভেবেছিলেন, এবারের বাজেট ততটা বাজারমুখী নাও হতে পারে, বাজারের গতি নিচে নেমে আসতে পারে। কিন্তু আমার কাছে আমেরিকার ভোট ভয়ের কারণ বেশি, আমাদের বাজেটের তুলনায়। লার্জ ক্যাপ শ্রেণির স্টকের সঠিক ভ‌্যালুয়েশন এবার শুরু হতে চলেছে। তাই এই অবস্থায় আমাদের উচিত, আমরা এসটিপি, সিপ মোডে লগ্নি শুরু করতে পারি। এমনকি লং টার্মে লাম্পসাম ইনভেস্টও করতে পারি। যদি মিউচুয়াল ফান্ডের লার্জ ক্যাপ শ্রেণির ফান্ড নিতে চান, অবশ্যই আপনার অ‌্যাডভাইজরের পরামর্শ গ্রহণ করুন। অনলাইনে বিগত রিটার্ন না দেখে আগামিদিনে আপনার বর্তমান ইনভেস্টমেন্টের নিরাপত্তা নিশ্চিত করে, সঠিক রিটার্ন তৈরি করুন। এবং এইভাবে আপনার যাতে অভীষ্ট লক্ষ‌্যপুরণ হয় সেই ব্যবস্থা গ্রহণ করুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সকলের মধ্যে লার্জ ক‌্যাপ, মিড ক‌্যাপ এবং স্মল ক‌্যাপ সম্পর্কে ধারনা অল্প-বিস্তর তৈরি হয়েছে।
  • মার্কেটে লিস্টেড স্টকগুলোর মধ্যে ১ থেকে ১০০-তম কোম্পানির স্টক হল লার্জ ক্যাপ।
  • সাধারণ রিটেল ইনভেস্টরের উচিত, বেশ কিছু লার্জ ক‌্যাপ স্টক নিজের পোর্টফোলিওয় রাখতে।
Advertisement