এসবিআই মিউচুয়াল ফান্ড নিয়ে এল এসবিআই ইনোভেটিভ অপরচুনিটিজ ফান্ড। এই ওপেন-এন্ডেড ইক্যুইটি স্কিমের উদ্দেশ্য–বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের সুযোগ এনে দেওয়া। এটি মূলত নানাবিধ সংস্থার ইক্যুইটি এবং এই সংক্রান্ত ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করবে, অন্ততপক্ষে নিজের অ্যাসেটের ৮০ থেকে ১০০ শতাংশ। এই ফান্ডের বেঞ্চমার্ক নিফটি ৫০০ TRI। নিউ ফান্ড অফারটি খুলে গিয়েছে ২৯ জুলাই। বন্ধ হবে আগামী ১২ আগস্ট।
এসবিআই ফান্ডস ম্যানেজমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও শামসের সিং জানিয়েছেন, ‘‘বিকশিত ভারত-এর দিকে এগিয়ে চলেছি আমরা। সরকারের তরফে ‘স্টার্ট আপ ইন্ডিয়া’, ‘অটল ইনোভেশন মিশন’-এর মতো একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে নানা খাতে। ডিজিটাল ইনোভেশনের যুগ এখন। সে কথা মাথায় রেখেই এসবিআই ইনোভেটিভ অপরচুনিটিজ ফান্ডের এই সাম্প্রতিক উদ্যোগ, যেখানে লগ্নিকারীরা দুর্দান্ত সুযোগ পাবেন প্রতিযোগিতামূলক বাজারে এগিয়ে থাকা সংস্থাগুলোতে লগ্নি করতে।’’এসবিআই অপরচুনিটিজ ফান্ডের ম্যানেজার প্রসাদ পাদালা এবং প্রদীপ কেসাভান।
[আরও পড়ুন: নজরে রাখুন ওলা ইলেকট্রিকের আইপিও, কী জানাচ্ছেন বিশেষজ্ঞ?]
অন্যদিকে, এসবিআই ফান্ডস ম্যানেজমেন্ট লিমিটেডের ডেপুটি এমডি তথা জয়েন্ট সিইও ডি পি সিংয়ের মতামত, ‘‘সরকারি সক্রিয়তায় প্রাইভেট সেক্টরে প্রযুক্তির প্রয়োগ বহুল হয়েছে। ফলস্বরূপ, নতুন নতুন স্টার্ট আপ আসছে। আমি মনে করি, ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবন যত প্রসারিত হবে, তত আমাদের দেশ উন্নত হবে, বিশ্ব মানচিত্রে অগ্রণী হবে। আমাদের এসবিআই ইনোভেটিভ অপরচুনিটিজ ফান্ড লগ্নিকারীদের কাজে আসবে। অচিরেই এটি নেক্সট-জেন ইন্ডিয়ার পরিচয় হয়ে উঠবে।’’