shono
Advertisement

সৌভাগ্য ফেরাতে চান? গুরু পূর্ণিমার দিন এই নিয়মগুলি আপনাকে মানতেই হবে

জীবনে শ্রীবৃদ্ধি করতে চাইলে এই নিয়মগুলি মানতে ভুলবেন না৷ The post সৌভাগ্য ফেরাতে চান? গুরু পূর্ণিমার দিন এই নিয়মগুলি আপনাকে মানতেই হবে appeared first on Sangbad Pratidin.
Posted: 08:17 PM Jul 15, 2019Updated: 08:17 PM Jul 15, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিথি অনুযায়ী মঙ্গলবার গুরু পূর্ণিমা৷ কথিত আছে, এক আষাঢ়ি পূর্ণিমায় গৌতম বুদ্ধ সিদ্ধার্থ রূপে মাতৃগর্ভে প্রবিষ্ট হয়েছিলেন। হিন্দু বিশ্বাস মতে আবার এদিন মহাভারতের রচয়িতা মহর্ষি ব্যাসদেবও জন্মেছিলেন। তাই এটি ব্যাস পূর্ণিমা বলেও পরিচিত৷ এই দিনটিকে অত্যন্ত শুভ বলেই মনে করেন হিন্দু ধর্মাবলম্বীরা৷ শুভদিনে সহজ কিছু কাজের মাধ্যমে ফিরতে পারে আপনার সৌভাগ্য৷

Advertisement

  • গুরু পূর্ণিমার দিন সম্ভব হলে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন৷ বিছানা ছেড়ে উঠে তাড়াতাড়ি গঙ্গাস্নান সেরে আসুন৷ পবিত্র দিনে গঙ্গাস্নান করলে পুণ্যলাভ হবে৷
  • আপনি কি অর্থ কষ্ট থেকে মুক্তি চান? তবে পবিত্র গুরু পূর্ণিমার দিনে উপবাস করে মা লক্ষ্মীর আরাধনা করুন৷ বাড়ি থেকে কুপ্রভাব দূর করতে চাইলে সত্যনারায়ণ পুজোর আয়োজনও করতে পারেন৷
  • এই দিন বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন৷ আর্থিক সংকট দূর করতে চাইলে ঘিয়ের প্রদীপ জ্বালুন৷ মা লক্ষ্মীর কাছে অবশ্যই নারকেল নাড়ু বা লাড্ডু অর্পণ করুন।
  • আর্থিক অবস্থার পরিবর্তন করতে চাইলে বেলগাছকে সুগন্ধী ধূপ ও ফুল দিয়ে পুজো করুন৷
  • আপনি কি ব্যবসা করেন? ব্যবসায় উন্নতি চাইলে গুরু পূর্ণিমার দিন নারকেল লাল কাপড়ে মুড়ে তাতে আটা ও সিঁদুর লাগিয়ে চন্দ্রদেবকে অর্পণ করুন।
  • গ্রহের দোষ কাটানোর জন্য গুরু পূর্ণিমাই আদর্শ৷ কিন্তু প্রশ্ন হল কীভাবে কাটাবেন গ্রহের দোষ? গুরু পূর্ণিমার দিনে একটি সাদা কাপড়ের উপর মুগ ডাল, ছোলার ডাল, আটা, কালো তিল ও কলাই রেখে তা নবগ্রহ যন্ত্রের কাছে রাখুন৷ ওই যন্ত্রের উপর তিলক কাটতে ভুলবেন না৷ তাতে গ্রহের দোষ দূর হবে৷
  • আপনি কি চন্দ্রের দোষে জেরবার? তবে এদিন চন্দ্রদেবের উপাসনা করুন৷ সন্ধ্যায় ধূপ, প্রদীপ জ্বালিয়ে চন্দ্রদেবকে জল অর্পণ করুন৷ চন্দ্রদেবের উদ্দেশ্যে খোলা জায়গায় যেকোনও সাদা রঙের প্রসাদ দিন।
  • পুণ্যলাভ করতে চাইলে এই বিশেষ দিনে গরিবদের অন্ন এবং বস্ত্রদান করুন৷ এছাড়াও এদিন পারলে পশুপাখিকে খাওয়ান৷

The post সৌভাগ্য ফেরাতে চান? গুরু পূর্ণিমার দিন এই নিয়মগুলি আপনাকে মানতেই হবে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement