shono
Advertisement

বিনিয়োগ কিংবা লোনের কথা ভাবছেন‌? রইল বাছাই করা তিন লগ্নিকারীর হদিশ

আগামী কয়েক মাসে বাজারে আসবে অনেক নতুন ধরনের প্রোডাক্ট।
Posted: 02:14 PM Jan 10, 2022Updated: 02:16 PM Jan 10, 2022

বিমা বলুন বা লোন, আগামী কয়েক মাসে অনেক নতুন ধরনের প্রোডাক্ট আসবে। প্রথম ‘ওয়েভ’ ইতিমধ্যেই এসে গিয়েছে। বিশেষভাবে বাছাই করে, তিনটির সঙ্গে (একটি ইনসিওরেন্স, একটি ফান্ড ও একটি লোন) এবার লগ্নিকারীদের প্রাথমিকভাবে পরিচয় করাচ্ছে ‘টিম সঞ্চয়’

Advertisement

কোনও পক্ষপাত ছাড়াই ইনসিওরেন্স, ফান্ড এবং লোনের শ্রেণির মধ্যে থেকে বেছে নেওয়া হল তিনটি প্রোডাক্ট। সেগুলি হল— আদিত্য বিড়লা সানলাইফ ইনসিওরেন্স সিকিওর প্লাস প্ল্যান, নিপন ইন্ডিয়া নিফটি অটো ইটিএফ ও টাটা ক্যাপিটাল ফ্লেক্স প্লাস লোন।

আদিত্য বিড়লা সানলাইফ ইনসিওরেন্স সিকিওর প্লাস প্ল্যান

  • এটি একটি গ্যারান্টিযুক্ত সেভিংস প্ল্যান। মৃত্যু হলে অথবা ম্যাচুরিটির সময় গ্যারান্টিড বেনিফিট পাওয়া যায়।
  • গ্রাহক নিজের প্রয়োজনীয়তা বুঝে এবং ফাইন্যান্সিয়াল গোল তথা অর্থকরী লক্ষ্যগুলির কথা চিন্তা করে, যথাযথ প্রিমিয়াম পেমেন্ট টার্ম, পলিসি টার্ম, পেআউট পিরিয়ড প্রভৃতি বেছে নিতে পারেন।
  • যদি রেগুলার ইনকাম লাগে, তাহলে গ্রাহক অন্তত মধ্যমেয়াদের জন্য উপকৃত হবেন।
  • লয়্যালটি অ্যাডিশন থাকতে পারে যদি সমস্ত প্রিমিয়াম পেমেন্ট করা হয়ে গিয়ে থাকে।
  • সুবিধাটা লামসাম হিসাবেও পেতে পারেন যদি অন্তর্বর্তী ইনকাম বেনিফিট না নেন।
  • নানা রকম রাইডার্স আছে, সেই সুযোগও নেওয়া সম্ভব। তাতে প্রোটেকশন বাড়বে।

নিপন ইন্ডিয়া নিফটি অটো ইটিএফ

  • এক্সচেঞ্জ ট্রেডেড অর্থাৎ সূচক-নির্ভর ফান্ড যা সরাসরি স্টক মার্কেটে লেনদেন করা যাবে সাধারণ শেয়ারের মতোই।
  • অটোমোবাইল ক্ষেত্রে প্রথম সারির ১৫টি কোম্পানির শেয়ার দ্বারা গঠিত হবে এর পোর্টফোলিও।
  • বিনিয়োগের উদ্দেশ্য লং টার্ম ক্যাপিটাল গ্রোথ আনতেও সাহায্য করা।
  • রিটার্ন অনুযায়ী, ফান্ড এবং সূচক সমান্তরাল হবে। তবে ‘ট্র‌্যাকিং এরর’জনিত তফাত তৈরি হবে।
  • কিছু সুবৃহৎ কোম্পানি থাকবে, যথা টাটা মোটরস, মারুতি সুজুকি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, বাজাজ অটো।
  • এছাড়াও থাকবে কিছু ‘ভেন্ডর’ গোত্রের প্লেয়াররা। যেমন এক্সাইড, এমআরএফ, টিউব ইনভেস্টমেন্টস।
  • গাড়ি, ট্রাক, বাস ব্যতীত সহায়ক ক্ষেত্রের টায়ার, অটো পার্টস, ব্যাটারি ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে।

টাটা ক্যাপিটাল ফ্লেক্স প্লাস লোন

  • ছ’টি ভিন্ন শ্রেণির জন্য লোনের পরিষেবা: পার্সোনাল, বিজনেস, টু হুইলার, ইউজড কার, হোম লোন এবং লোন এগেনস্ট প্রপার্টি।
  • আংশিকভাবে কাস্টমাইজ করা সম্ভব। দীর্ঘ মেয়াদের সুযোগ, ওভারড্রাফট নেওয়ার সুবিধা, স্টেপ আপ প্ল্যান ইত্যাদি হতে পারে।
  • প্রতি শ্রেণির জন্য আলাদা আলাদা সমস্ত নিয়ম-কানুন এবং শর্তাবলী।
  • বিজনেস লোন নিতে আগ্রহীরা যেন কোম্পানির সঙ্গে নির্দিষ্টভাবে যোগাযোগ করে সমস্ত কিছু বিশেষভাবে জেনে নেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement