shono
Advertisement

৪০ বার ট্রাফিক আইন ভেঙে পুলিশের খপ্পরে! বাইক আরোহীর কাণ্ডে হতবাক নেটিজেন

সোশ্যাল মিডিয়ায় যুবকের ছবি পোস্ট করল পুলিশ।
Posted: 05:36 PM Aug 20, 2023Updated: 05:37 PM Aug 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বার বার ট্রাফিক আইন ভেঙেছেন যুবক। মোট ৪০টি মামলা ছিল তাঁর বিরুদ্ধে। চালানও কাটা হয়েছিল একাধিকবার। কিন্তু নানা অজুহাতে জরিমানা দেননি তিনি। শেষ পর্যন্ত যুবককে পাকড়াও করে একসঙ্গে ৪০টি মামলার জরিমানা আদায় করল পুলিশ। যার পরিমাণ ১২ হাজার টাকা। সচেতনতা প্রচারে বেঙ্গালুরুর (Bengaluru) থলঘাটপুরা ট্রাফিক থানার তরফে যুবকের ছবি-সহ টুইট করা হয়েছিল। যদিও ওই পোস্ট ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল সমাজমাধ্যমে।

Advertisement

যুবকের নাম প্রকাশ্যে আনেনি থলঘাটপুরা ট্রাফিক পুলিশ। তাদের পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, লম্বা চালান হাতে দাঁড়িয়ে এক যুবক। পাশেই বাইক দাঁড় করানো। উলটো দিকে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ। টুইটারে ক্যাপশানে লেখা হয়েছে, “চল্লিশটি মামলার জরিমানা হিসেবে আদায় করা হল ১২ হাজার টাকা।” যদিও পুলিশের এই পোস্ট পছন্দ হয়নি বহু নেটিজেনেরই। তাঁদের প্রশ্ন, এতবার ট্রাফিক আইন ভাঙার পড়েও যুবকের ড্রাইভিং লাইসেন্স বাতিল হবে না কেন?

[আরও পড়ুন: মর্মান্তিক পরিণতি রুশ মহাকাশযানের! চাঁদের মাটিতে ভেঙে পড়ল লুনা-২৫]

পোস্টের নিচে কমেন্ট বক্সে এক ব্যক্তি লিখেছেন, “মাফ করবেন, জরিমানা আদায় করা আদৌ আপনাদের কাজ না। অবিলম্বে অভিযুক্তের ড্রাইভিং লাইসেন্স বাতিলের প্রস্তাব করা উচিত নয় কি? ওই ব্যক্তির কাউন্সিলিং প্রয়োজন। নচেত ভবিষ্যতেও এমন ছবি পোস্ট করতে হবে আপনাদের।” এক নেটিজেনের মন্তব্য, “এরপরেও ওঁর মুখে অপরাধ বোধের ছাপ নেই। এই ধরনের কাজে জন্য নিয়মিত কঠোরভাবে ব্যবস্থা নেওয়া উচিত। যাতে লোকে আইন ভাঙার আগে দু’বার ভাবেন।” অন্য এক বক্তি লিখেছেন, “ছবি দেখে মনে হচ্ছে নিজের কাজের জন্য গর্বিত যুবক।” সব মিলিয়ে এই ঘটনায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।

[আরও পড়ুন: কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে ঠাঁই ‘বিদ্রোহী’দেরও, বাংলা থেকে জায়গা পেলেন দু’জন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার