shono
Advertisement

লাখ লাখ বিয়ারের বোতলের মাঝেই এই মন্দিরে অধিষ্ঠান গৌতম বুদ্ধর

জানেন, কোথায় রয়েছে অদ্ভুত এই বৌদ্ধ মন্দির? The post লাখ লাখ বিয়ারের বোতলের মাঝেই এই মন্দিরে অধিষ্ঠান গৌতম বুদ্ধর appeared first on Sangbad Pratidin.
Posted: 08:12 PM May 29, 2018Updated: 08:27 PM May 29, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ তেলে জলে যেমন মিশ খায় না, তেমনই মদ ও মন্দির যে কোনও সময় এক আসনে অধিষ্ঠান করতে পারে তা আমাদের ধারণার বাইরে৷ তবে থাইল্যান্ডবাসীর কাছে এদৃশ্য বেশ পরিচিত৷ কারণ নিজের দেশেই এমন দৃশ্য দেখতে পান তাঁরা৷ যদি ভেবে থাকেন আকন্ঠ মদ পান করে থাইল্যান্ডের কোনও মন্দিরে প্রবেশ করা যায় তবে আপনি ভুল৷ আসলে থাইল্যান্ডে রয়েছে এমন এক বৌদ্ধ মন্দির যা তৈরি হয়েছে লাখ লাখ বিয়ারের বোতলে৷ এমনকি গৌতম বুদ্ধের মূর্তিও রয়েছে কয়েক লাখ বিয়ারের বোতলের ঢাকনা দিয়ে তৈরি আসনে৷

Advertisement

থাইল্যান্ডের সিসাকাট প্রদেশের খুনহান জেলায় রয়েছে এই বিশেষ বৌদ্ধ মন্দিরটি৷ ১৯৮৪-তে একদল বৌদ্ধ সন্ন্যাসীর হাতে গড়ে উঠেছিল এই মন্দির৷ বহুবছর ধরে বিয়ারের বোতল সংগ্রহ করে এই মন্দির তৈরি করেছিলেন তাঁরা৷ মূলত স্থানীয় বিয়ার ব্র্যান্ড হাইনেকেন ও ছাঙ্গের বোতল ব্যবহার করা হয়েছে মন্দির তৈরিতে৷ কেমন দেখতে এই মন্দির? যাঁরা একবার গিয়েছেন এই মন্দিরে তাঁরা আবার যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন৷ মন্দিরে প্রবেশ পথ থেকে শুরু করে দেওয়াল, বাথরুম থেকে শুরু করে বিশ্রামাগার সবই তৈরি বিয়ারের বোতল দিয়ে৷ জানলে অবাক হবেন গৌতম বুদ্ধ যে আসনটিতে অধিষ্ঠান করছেন, সেটিও তৈরি বিয়ারের বোতলের ঢাকনা দিয়ে৷

এতবছর হয়ে গেলেও কোনও অদ্ভুত কারণে এখনও কোনও ক্ষয় ধরেনি বোতলগুলিতে৷ নষ্ট হয়নি তার ঝলক৷ এখনও প্রথম দিনের মতোই সূর্যের আলো পড়লে চকচক করে ওঠে বোতলগুলি৷ মন্দির দেখার টানেই এই অঞ্চলে ভিড় জমান হাজার হাজার পর্যটক৷ যা একপ্রকার অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করেছে এখানকার মানুষকে৷ সঙ্গে সঙ্গে দেশ-বিদেশে ছড়িয়ে পড়ছে থাইল্যান্ডের সিসাকাট প্রদেশের বৌদ্ধ মন্দিরের গল্প৷

The post লাখ লাখ বিয়ারের বোতলের মাঝেই এই মন্দিরে অধিষ্ঠান গৌতম বুদ্ধর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement