সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর থেকেই প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, এতে আখেরে লাভ হবে সৎ নাগরিকদেরই। এবার সেই প্রত্যাশা পূরণ হতে চলেছে সাধারণ দেশবাসীর। বাজেটে বিপুল পরিমাণ কর ছাড় মিলতে পারে, এমনটাই দাবী একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।
চলতি কর কাঠামোয় ব্যাপক রদবদলের প্রস্তা। জানা যাচ্ছে, ৪ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর দিতে হবে না নাগরিককে। ৪-১০ লক্ষ টাকা উপার্জনের ক্ষেত্রে কর হবে ১০ শতাংশ। ১০-১৫ লক্ষ উপার্জনে কর ১৫ শতাংশ। উপার্জন ১৫-২০ লক্ষ হলে কর হবে ২০ শতাংশ। ২০ লক্ষেরও বেশি উপার্জনের ক্ষেত্রে কর ৩০ শতাংশ।
নোট বাতিলের পর থেকে সাধারণ মানুষে ভোগান্তিতে পড়েছিলেন। বিশেষত বেতনভুক কর্মীরা ছিলেন সমস্যায়। টাকা তোলার সীমা নির্ধারিত হওয়ায় বিপাকে পড়েছিলেন অনেকে। রাজনৈতিক মহলের আশঙ্কা ছিল, এর ফলে মধ্যবিত্তের মন উঠে যাবে শাসকদলে থেকে। তবে তা আগেভাগেই সে পথ বন্ধ করে দিতে বদ্ধপরিকর সরকার। আর তাই ইঙ্গিত করছাড়ের নতুন কাঠামোর। এই কাঠামো বাস্তবায়িত হলে মধ্যবিত্ত শ্রেণি বিশেষ চাকুরিজীবীরা খুশি হবেন তা বলাই বাহুল্য।
The post নোট বাতিলের ক্ষতে মলম, বাজেটে বিপুল কর ছাড়ের ইঙ্গিত appeared first on Sangbad Pratidin.