shono
Advertisement

Breaking News

ফাঁস নোকিয়া অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ‘ফার্স্ট লুক’!

কেমন দেখতে নতুন ফোনটি? The post ফাঁস নোকিয়া অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ‘ফার্স্ট লুক’! appeared first on Sangbad Pratidin.
Posted: 07:12 PM Jul 09, 2016Updated: 03:16 PM Jun 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়া স্মার্টফোন বাজারে আনার দৌড়ে স্যামসাং, অ্যাপল, মাইক্রোম্যাক্সের তুলনায় বেশ খানিকটা পিছিয়ে পড়েছে নোকিয়া৷ তাদের শেষ নতুন ফোন আত্মপ্রকাশ করেছিল ২০১৪ সালে, লুমিয়া ৮৩০ মডেল৷ তারপর ফিনল্যান্ডের সংস্থাটির সঙ্গে মাইক্রোসফটের গাঁটছড়া ভেঙে যায় ও ২০১৫ সালের নভেম্বরে মামুলি একটি ফিচার ফোন, নোকিয়া ২৩০ ডুয়াল সিম বাজারে আসে৷ তারপর থেকে চলতি বছরের প্রথম ত্রৈমাসিক পর্যন্ত কোনও নতুন ফোন বাজারে আনতে পারেনি সংস্থাটি৷

Advertisement

তবে অনুরাগীদের আশার আলো দেখিয়েছিলেন নোকিয়া টেকনোলজির প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রামজি হাইদামুস৷ দ্য ভার্জকে জানিয়েছিলেন, স্মার্টফোনের বাজারে ফের পা রাখবে নোকিয়া৷ সংস্থার সিইও রাজীব সুরিও ওই একই মত ব্যক্ত করে জানিয়েছিলেন, অন্য কোনও সংস্থার উৎপাদিত ফোনে নোকিয়ার ট্যাগ লাগিয়ে বাজারে ছাড়া হতে পারে৷ নেক্সাসের ক্ষেত্রে ঠিক যেমনটা করে গুগল৷

এবার নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ফার্স্ট লুক ফাঁস হয়ে গেল টুইটারে৷ একটি রুশ ওয়েবসাইটের টুইটে নোকিয়ার লোগো-সহ একটি ফোন দেখা যাচ্ছে৷ অনেকেই দাবি করছেন, এটাই হতে পারে নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড পাওয়ার্ড স্মার্টফোন৷ ইনফোকাস বা শার্প- কোনও একটি সংস্থা এই ফোনটি তৈরি করেছে সম্ভবত৷ শার্প অ্যাকোজ পি ১ মডেলের সঙ্গে এই মডেলটির বেশ মিল রয়েছে৷ পাশাপাশি এটি আদৌ নোকিয়ার ফোন কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে!

কিন্তু ভুললে চলবে না, শার্প সংস্থাটি সম্প্রতি অধিগ্রহণ করেছে ফক্সকন৷ এই ফক্সকনই নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি বাজারে আনতে পারে বলে গুজব নেট-দুনিয়ায়৷ ফক্সকনের এই মডেলটিই ভবিষ্যতে নোকিয়ার ট্যাগ-সহ ভারতীয় উপমহাদেশে বিক্রি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ কারণ, ফিচারের দিক থেকে তাদের নয়া মডেলটি বাস্তবেই কিলার স্মার্টফোন! তাইওয়ানের বাজারে ৫.৩ ইঞ্চির IGZO ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ সিপিইউ পাওয়ার্ড বাই ৩ জিবি র‍্যামের শার্প অ্যাকোজ পি ১ মাত্র ৪৮ ঘণ্টা আগেই মুক্তি পেয়েছে৷ ওই ফোনে রয়েছে ২২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও IP58 ওয়াটারপ্রুফ ক্যাপাবিলিটি৷

এখন ঘটনা হল, প্রতিযোগিতায় না থাকলেও নোকিয়ার বেশ কিছু বিশ্বস্ত গ্রাহক রয়েছে৷ কিন্তু অ্যান্ড্রয়েড পাওয়ার্ড স্মার্টফোন না পেয়ে অন্য কোনও ব্র্যান্ডের দিকে ঝুঁকেছেন৷ নোকিয়ার ব্র্যান্ড-নেম কাজে লাগাতে ব্যর্থ মাইক্রসফট৷ অ্যান্ড্রয়েড ও আইওএস-এর সঙ্গে টক্করে পিছিয়ে পড়ে উইন্ডোজ৷ এবার কি অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটের বাজারে রাজত্ব করতে পারবে নোকিয়া? উত্তর মিলতে পারে এবছরের শেষেই!

The post ফাঁস নোকিয়া অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ‘ফার্স্ট লুক’! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement