সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ি থেকে উদ্ধার হল প্লাস্টিকে মোড়া মায়ের মৃতদেহ। এই ঘটনায় ২৩ বছরের মেয়েকে গ্রেপ্তার করল পুলিশ। গত কয়েক মাস নিখোঁজ ছিলেন মুম্বইয়ের (Mumbai) বাসিন্দা ওই প্রৌঢ়া। মঙ্গলবার মৃতার ভাই ও ভাইপো থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ বাড়িতে তল্লাশি চালাতেই প্রৌঢ়ার পচাগলা দেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, মেয়ের হাতেই খুন হয়েছেন মা।
ঘটনাটি মুম্বইয়ের কালাচৌকি থানা এলাকার লালবাগের। মৃতার নাম বীণা জৈন। খুনের ঘটনায় অভিযুক্ত মেয়ে রিম্পল। মৃতার ভাই ও ভাইপোর দাবি, শেষবার গত ২৬ নভেম্বর বীণাকে দেখেছিলেন তাঁরা। এরপর থেকেই নিখোঁজ তিনি। মঙ্গলবার অভিযোগ পেয়ে লালবাগের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এরপর বাড়িতে আলমারির ভিতর থেকে উদ্ধার করা হয় প্লাস্টিকে মোড়া মৃতদেহ। দেহের প্রায় সম্পূর্ণ অংশই পচে গিয়েছে। ট্যাংকের ভিতর থেকেও উদ্ধার হয়েছে স্টিলের বাক্স। এই বাক্সে ভরা ছিল মৃতদেহের কাটা হাড় এবং মাংস। মৃতদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: অঙ্ক পরীক্ষা দিতে না গিয়ে বিয়ের পিঁড়িতে নাবালিকা! বাল্যবিবাহ ঘিরে তুমুল বিতর্ক]
পুলিশের অনুমান, রিম্পলই তাঁর মাকে খুন করেছিলেন। এরপর ঘটনা লোকাতে দেহ প্লাস্টিকে মুড়ে লুকিয়ে রাখেন। রিম্পলকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও খুনের যথেষ্ট তথ্য প্রমাণ এখনও হাতে নেই পুলিশের। ময়নাতদন্তের পরে ধোঁয়াশা কাটবে বলে ধারনা তদন্তকারী আধিকারিকদের।
[আরও পড়ুন: ইভ টিজিংয়ের প্রতিবাদের ‘শাস্তি’, মহিলার বাড়ি চড়াও হয়ে বিবস্ত্র করল অভিযুক্তরা!]
উল্লেখ্য, শ্রদ্ধা ওয়ালকরের হত্যাকাণ্ডের পর একাধিক খুনের ঘটনায় দেহ টুকরো করে লোপাট করার ঘটনা দেখা গিয়েছে। মুম্বইয়ে মেয়ের হাতে মায়ের খুনের ঘটনা যার সর্বশেষ সংযোজন।