shono
Advertisement

শিকেয় লকডাউন, ‘বামন’গরু দেখতে বাংলাদেশে মানুষের ঢল

৫১ সেন্টিমিটার উচ্চতার ওই প্রাণীটিকে নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে।
Posted: 02:30 PM Jul 08, 2021Updated: 02:31 PM Jul 08, 2021

সুকুমার সরকার, ঢাকা: লকডাউন (Lockdown) শিকেয় তুলে ‘বামন’ গরু দেখতে বাংলাদেশে মানুষের ঢল। মাত্র ৫১ সেন্টিমিটার উচ্চতার ওই প্রাণীটিকে নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে।

Advertisement

[আরও পড়ুন: Corona Virus: করোনা সংক্রমণ রুখতে ভারত-সহ ৮ দেশ থেকে বাংলাদেশ প্রবেশে নিষেধাজ্ঞা]

রাজধানী ঢাকার কাছেই ‘কিশোর এগ্রো ফার্ম’-এর একটি খামারে রয়েছে ‘রানি’। ২ বছর ৩ মাস বয়সের ওই বামন প্রাণীটিকে নিয়ে আগ্রহের অন্ত নেই মানুষের মনে। দেশের সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার দৌলতে ‘রানি’ রীতিমতো তারকা হয়ে উঠেছে। তাই করোনা রুখতে লকডাউন চললেও বিধিনিষেধ হেলায় উড়িয়ে খামারে হাজির হচ্ছে হাজার হাজার মানুষ। বিগত দিন তিনেকে প্রাণীটিকে দেখতে অন্তত ১৫ হাজার মানুষ এসেছে বলে জানিয়েছেন খামারটির ম্যানেজার এ এম হাসান হাওলাদার। স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলামের কথায়, “আমি এর আগে এমণ গরু কোথাও দেখিনি। এ বড় চমকপ্রদ। নিজের চোখেই বিশ্বাস হচ্ছে না।” এদিকে, রানিকে বিশ্বের ক্ষুদ্রতম গরু বলে দাবি করছে তার মালিক। গিনেস বুকে থাকা ক্ষুদ্রতম গরুটির থেকে রানির উচ্চতা ১০ সেন্টিমিটার কম বলেও দাবি তাঁর। বলে রাখা ভাল, বর্তমানে বিশ্বের সবচেয়ে ছোট গরুটি রয়েছে কেরলে।

এদিকে, গরু দেখতে জনতার ঢল নামায় উদ্বিগ্ন প্রশাসন। ইতিমধ্যে বাংলাদেশে আছড়ে পড়েছে করোনা (Corona Virus) সংক্রমণের দ্বিতীয় ঢেউ। এপর্যন্ত বিধিনিষেধ থাকলেও কিছুটা ছাড় দিয়েছিল হাসিনা প্রশাসন। কিন্তু তাতে পরিস্থিতির উন্নতি হয়নি। তাই এবার মানুষের জীবন বাঁচাতে রাজধানী ঢাকা-সহ গোটা বাংলাদেশ জুড়ে চলছে সর্বাত্মক কঠোর লকডাউন। ১৪ জুলাই পর্যন্ত বহাল থাকবে নিষেধাজ্ঞা। এবং বিধিনিষেধ বলবৎ করতে রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী ও পুলিশ।

[আরও পড়ুন: মোদি-মমতার পর এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে আম পাঠালেন শেখ হাসিনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement