সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্দেহজনক গতিবিধির জন্য গুজরাটে তিনটি পাক নৌকা আটক৷ কচ্ছের স্যার ক্রিক এলাকায় কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী বাহিনী বুধবার ওই নৌকাগুলি আটক করেছে৷ এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি৷
বায়ুসেনা ড্রোন মারফত নজরদারি চালানোর সময় ভারতীয় জলসীমায় পাক মৎস্যজীবীদের সন্দেহজনক গতিবিধি তাঁদের নজরে আসে৷ তারাই বিএসএফকে সতর্ক করে দেয়৷ বিএসএফের পেট্রলিং বোট পাক নৌকাগুলিকে তাড়া করে৷ মোট তিনটি নৌকায় পাঁচ থেকে ছয়জন পাক মৎস্যজীবী ছিল বলে জানতে পেরেছে বিএসএফ৷ এক বিএসএফ অফিসার জানিয়েছেন, বিএসএফের পেট্রলিং পার্টি তাড়া করায় ওই নৌকার চালক পাকিস্তানের জলসীমানায় পালিয়ে যায়৷ পালানোর সময় নৌকাগুলি পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে যায়৷
(লস্কর প্রধান হাফিজ সইদকে গৃহবন্দি করল পাকিস্তান)
সেনাবাহিনী সূত্রে খবর, নৌকাগুলিতে তল্লাশি চালিয়ে কোনও অস্ত্র উদ্ধার হয়নি, মিলেছে মাছ ধরার কয়েকটি সরঞ্জাম৷ সম্ভবত মাছ ধরতে গিয়েই ভুল করে ভারতের জলসীমানায় ঢুকে পড়ে তিনটি নৌকা৷ তবে এই ঘটনায় জঙ্গি-যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা৷ শুরু হয়েছে তদন্ত৷ এর আগে গতবছরের অক্টোবরেও একটি পাক নৌকা ভারতে ঢুকে পড়ে৷ নৌকায় কোনও চালক ছিল না৷
ভারত-পাক সীমান্তে উত্তেজনা থামার কোনও লক্ষণ নেই৷ সীমান্তে বিএসএফের কড়া নজরদারি এড়িয়ে ভারতে অনুপ্রবেশ কার্যত অসম্ভব বুঝতে পেরেই পাক জঙ্গিরা এখন জলপথে সীমান্ত পেরোতে উদ্যোগী হয়েছে৷ তাই তিনটি পাক নৌকা আটকের ঘটনাকে কোনওমতেই হালকা ভাবে নিচ্ছেন না কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা৷
(ব্রহ্ম-তেজে এবার জ্বলবে পাকিস্তান, যৌথ প্রস্তুতি শুরু ভারত-রাশিয়ার)
The post তিনটি পাক নৌকা আটকের ঘটনায় চাঞ্চল্য গুজরাটে appeared first on Sangbad Pratidin.