shono
Advertisement

মহারাষ্ট্রে মুখরক্ষা বিজেপির, মুখ্যমন্ত্রিত্বের দাবিতে চাপ বাড়াচ্ছে শরিক শিব সেনা

'৫০-৫০ ফর্মুলা প্রয়োগের সময় এসেছে', অমিত শাহকে মনে করালেন উদ্ধব ঠাকরে। The post মহারাষ্ট্রে মুখরক্ষা বিজেপির, মুখ্যমন্ত্রিত্বের দাবিতে চাপ বাড়াচ্ছে শরিক শিব সেনা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:08 PM Oct 24, 2019Updated: 06:08 PM Oct 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে মুখরক্ষা হলেও বিজেপির চাপ বাড়াচ্ছে শিব সেনা। এনডিএ জোট শরিক চমকপ্রদ ফল না করলেও দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত শিব সেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার শুরুতে মহারাষ্ট্রে গেরুয়া ঝড়ের ইঙ্গিত হলেও বেলা গড়াতেই তার বেগ কমে। কোনওক্রমে ম্যাজিক ফিগার ১৪৫ পার করেছে বিজেপি-শিব সেনা জোট। বুথফেরত সমীক্ষার ফলাফলের ধারেকাছেও নেই এই ফল। আর তাতেই জোট শরিককে প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিলেন উদ্ধব। সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘৫০-৫০ ফর্মুলা প্রয়োগের সময় এসেছে।’ তার মানে মন্ত্রিসভার মতো মুখ্যমন্ত্রিত্বের মেয়াদও ভাগাভাগি হবে মহারাষ্ট্রে। অর্থাৎ ৫ বছরের শাসনকালে আড়াই বছর বিজেপি এবং আড়াই শিব সেনার প্রতিনিধি মুখ্যমন্ত্রী হবেন।

Advertisement

শিব সেনা প্রধানের এই মন্তব্যে নতুন করে অস্বস্তি বেড়েছে বিজেপির। যদিও ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জানিয়েছিলেন, ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন বিজেপির দেবেন্দ্র ফড়ণবিসই। তাতে সহমত ছিল শিব সেনাও। কিন্তু ফলাফলে দেখা যাচ্ছে, ২৮৮টি আসনের মধ্যে ১২৬টিতে লড়াই করে ৫৮টি আসন পেতে চলেছে সেনা। যেখানে তারা ২০১৪ সালের নির্বাচনে একা লড়াই করে ৬৩টি আসনে জয় লাভ করেছিল। বিজেপির আসনসংখ্যা ১০০’রও নিচে নামতে চলেছে। সেই জায়গায় শুরু থেকেই জোট শরিককে চাপে রাখার কৌশল নিয়েছে শিব সেনা। ভোটের আগে ‘মাতশ্রী’তে উদ্ধবের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। সেই প্রসঙ্গে এদিন উদ্ধব বলেন, ‘সেইসময় আমরা ৫০-৫০ ফর্মুলায় একমত হয়েছিলাম। এবার সময় এসেছে সেটা প্রয়োগ করার।’

[আরও পড়ুন: সংখ্যাগরিষ্ঠতা না পেলেও হরিয়ানায় সরকার গড়ছে বিজেপি! সমর্থনের ইঙ্গিত চৌটালার]

এদিন তিনি আরও মনে করিয়ে দেন, ‘শিব সেনাকে কম আসন দেওয়া হয়েছিল। সবসময় আমরা জায়গা ছাড়তে পারব না। কে বড় ভাই আর কে ছোট সেটা বড় কথা নয়। গুরুত্বপূর্ণ বিষয় হল, ভাইদের মধ্যে সম্পর্ক।’ সূত্রের খবর, ছেলে আদিত্য ঠাকরেকে মুখ্যমন্ত্রী করার জন্য বিজেপিকে চাপ দিতে চলেছেন উদ্ধব। এবার বিজেপি নিজের প্রতিশ্রুতি রাখবে কিনা এখন সেটাই দেখার।

The post মহারাষ্ট্রে মুখরক্ষা বিজেপির, মুখ্যমন্ত্রিত্বের দাবিতে চাপ বাড়াচ্ছে শরিক শিব সেনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement