shono
Advertisement

ট্রাম্পের অস্বস্তি বাড়িয়ে বর্ষশেষে সাংবাদিকতার পক্ষে সওয়াল করবে টাইমস স্কোয়্যার

উপস্থিত থাকবেন দেশ-বিদেশের সাংবাদিকরা৷ The post ট্রাম্পের অস্বস্তি বাড়িয়ে বর্ষশেষে সাংবাদিকতার পক্ষে সওয়াল করবে টাইমস স্কোয়্যার appeared first on Sangbad Pratidin.
Posted: 07:02 PM Dec 30, 2018Updated: 07:02 PM Dec 30, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংবাদমাধ্যমের বিরুদ্ধে সরব হয়ে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এবার তাঁর নাকের ডগায় টাইমস স্কোয়্যারে সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে সওয়াল করবেন দেশ-বিদেশের বিশিষ্ট সাংবাদিক-সহ অসংখ্য সাধারণ মানুষ৷ শ্রদ্ধাজ্ঞাপন করবেন ২০১৮-তে নিহত বিশিষ্ট সাংবাদিকদের৷

Advertisement

[মার্কিন মদতে আবারও পাকিস্তানের ক্ষমতায় ফিরতে ইচ্ছুক মুশারফ!]

সারাটা বছর ধরে একাধিকবার সংবাদমাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ অভিযোগ করেছেন, তাঁর সম্পর্কে ‘ফেক নিউজ’ পরিবেশনের৷ এমত পরিস্থিতিতে টাইমস স্কোয়্যারের এই অনুষ্ঠান তাঁর পক্ষে বেশ অস্বস্তির বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷ ৩১ ডিসেম্বর মধ্যরাতে টাইমস স্কোয়্যারের অনুষ্ঠানে শ্রদ্ধা জানান হবে ইস্তানবুলে নিহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগ্গিকে৷ শোকজ্ঞাপন করা হবে আততায়ীদের গুলিতে নিহত ‘দি ক্যাপিটাল’ পত্রিকার পাঁচ সাংবাদিকের প্রতি৷ এবছরের ৩১ ডিসেম্বর রাতের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানান হয়েছে কমিটি অফ প্রোটেক্ট জার্নালিস্টের প্রধান জোয়েল সিমনকে৷ তিনি জানিয়েছেন, বর্তমানে সংবাদমাধ্যম ও সাংবাদিকরা ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছেন৷ ফলে ওইদিনের অনুষ্ঠান থেকে সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে সওয়াল করা হবে৷ সিমন ছাড়াও অনুষ্ঠানে হাজির থাকবেন দেশ-বিদেশের প্রখ্যাত সাংবাদিকরা৷ তাঁদের হাত দিয়েই এবারের ‘বলড্রপ’ অনুষ্ঠানের শুভ সূচনা হবে৷

[পুরস্কার মঞ্চে দুর্ঘটনা, আগুনে জ্বলে গেল সেরা সুন্দরীর চুল]

আয়োজকদের তরফ থেকে টিম টপকিনস জানিয়েছেন, একদিকে যেমন টাইমস স্কোয়্যার জনসমাবেশের একটি উল্লেখযোগ্য স্থান৷ সারা বছর ধরেই এখানে মানুষের ভিড় থাকে৷ তেমনই এই স্থানের সঙ্গে দীর্ঘদিন ধরেই সাংবাদিকতার আত্মিক যোগ রয়েছে৷ বিখ্যাত মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমসের সদর দপ্তর থাকার কারণেই এই স্থানের নাম টাইমস স্কোয়্যার হয়েছে৷ এমনকী, প্রতি বছর ৩১ ডিসেম্বর মধ্যরাতে সেখানে যে ‘বলড্রপ’ অনুষ্ঠান হয়, ১৯০৭-এ সেই অনুষ্ঠান শুরু করেছিলেন নিউইয়র্ক টাইমসের তৎকালীন মালিক অ্যাডলফ ওচেস৷

The post ট্রাম্পের অস্বস্তি বাড়িয়ে বর্ষশেষে সাংবাদিকতার পক্ষে সওয়াল করবে টাইমস স্কোয়্যার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement