সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তান হারানোর শোক হয়তো এবার কমল সেই ওরকা তিমির। ১৭ দিন ধরে মৃত শাবকের দেহ বহন করা তাহলিকোয়া নামের ওরকা বা ‘কিলার হোয়েল’টি ফের একটি শাবকের জন্ম দিয়েছে। গবেষকরা তাহলিকোয়াকে, ‘জে ৩৫’ নামে চেনেন। সদ্যোজাত শাবক-সহ তাকে প্রথম দেখা গিয়েছে গত ২০ ডিসেম্বর। শাবকটি জে পড নামের গ্রুপের সঙ্গে আমেরিকার ওয়াশিংটনের জলসীমায় অবস্থিত পিউজেট সাউন্ড এলাকায় সাঁতার কাটছিল।
ওরকা তাহলিকোয়া ২০১৮ সালে ১৭ দিন ধরে মৃত শাবককে ১৬০০ কিলোমিটার পথ বহন করে তিমি গবেষকদের নজরে এসেছিল। সেই ঘটনায় স্পষ্ট হয়েছিল, মা তিমি সন্তান হারিয়ে কতটা কষ্ট পেয়েছিল। সেন্টার ফর হোয়েল রিসার্চের গবেষণা পরিচালক মাইকেল ওয়াইজ জানান, কিলার হোয়েল বা কিলার তিমি নামে পরিচিত হলেও ওরকারা ডলফিন পরিবারের সবচেয়ে বড় সদস্য। প্রথমদিকে গবেষকরা নতুন শাবকটির পরিচয় নিশ্চিত করতে পারেননি। তবে সোমবার গবেষকরা আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন যে তাহলিকোয়াই এই বাচ্চার মা। বাচ্চাটির নামকরণ করা হয়েছে জে ৬১।
এক প্রকৃতিপ্রেমী ও আলোকচিত্রী, নিজের অজান্তেই নতুন শাবকটির ছবি তুলে ফেলেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, "বাচ্চাটিকে দেখে আমি অবাক হয়ে যাই। নৌকার বাম পাশে যাওয়া তিমিদের চিহ্নিত করার জন্য ছবি দেখতে গিয়ে হঠাৎ একটি ছোট ডর্সাল ফিন দেখি। ছবি স্ক্রল করে বুঝতে পারি, এটি খুবই ছোট, দলের অন্য যে কোনও কম বয়সি তিমির তুলনায় অনেক ছোট। আকার ও রং দেখে বুঝলাম, এটি একেবারে নতুন বাচ্চা এবং এটি জে ৩৫-এর সঙ্গেই ভ্রমণ করছে।"