সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজাখস্তানের পর এবার ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হল দক্ষিণ কোরিয়া। সেদেশের মুয়ান বিমানবন্দরে ভেঙে পড়ল যাত্রীবাহী এক বিমান। বিমানে ৬ জন কর্মী-সহ ১৮১ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে। ব্যাঙ্কক থেকে ফিরছিল বিমানটি। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার মুহূর্তের হাড়হিম ভিডিও।
ভিডিওয় দেখা যাচ্ছে, কীভাবে জেজু এয়ারের বিমানটি রানওয়েতে অবতরণের সময় পিছলে যায়। আর তারপর তা একটি দেওয়ালে গিয়ে ধাক্কা মারে। ঘটে যায় প্রচণ্ড বিস্ফোরণ। আগুনের শিখা ঝলসে ওঠে। আকাশ ঢেকে ফেলতে থাকে কালো ঘন ধোঁয়া। দেখা যায় ধোঁয়ার ভিতরে ঢাকা পড়ে যাচ্ছে বিমানটি।
শুরু হয়েছে উদ্ধারকাজ। সমস্ত যাত্রীকেই বিমান থেকে বের করার চেষ্টা করা হচ্ছে। স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ বিমানটি ভেঙে পড়ার অব্যবহিত পর থেকেই ঘটনাস্থলে একে একে হাজির হয় দমকলের ইঞ্জিন। অন্তত ৩২টি ইঞ্জিন সেখানে রয়েছে বলে জানা যাচ্ছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তৎপরতার সঙ্গে পুরো বিষয়টির মোকাবিলা করা হচ্ছে বলে স্থানীয় প্রশাসন ও বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে।
গত সপ্তাহেই কাজাখস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছিল। দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে ৬২ জন যাত্রী ও ৫ জন ক্রু মেম্বার ছিলেন। সব মিলিয়ে যাত্রীর সংখ্যা ছিল ৬৭ জন। যার মধ্যে ৩৭ জন আজারবাইজানের, ১৬ জন রাশিয়ার, কাজাখস্তানের ৬ জন ও অন্যান্য আরও ৩ যাত্রী ছিলেন। দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেই দুর্ঘটনার পর এবার দক্ষিণ কোরিয়াতেও ঘটে গেল ভয়ংকর দুর্ঘটনা।