shono
Advertisement

Breaking News

তিনসুকিয়া গণহত্যা: অসমে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল

রয়েছে একগুচ্ছ কর্মসূচি৷ The post তিনসুকিয়া গণহত্যা: অসমে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল appeared first on Sangbad Pratidin.
Posted: 04:25 PM Nov 03, 2018Updated: 10:39 AM Nov 04, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালি ‘নিধনে’র প্রতিবাদ জানিয়ে অসমে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল৷ তিনসুকিয়ায় উলফা জঙ্গিদের গুলিতে মৃত ৫ বাঙালি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার কথা তৃণমূলের একটি প্রতিনিধি দলের৷ এছাড়াও রয়েছে একগুচ্ছ পদক্ষেপ৷ অসম সফরে যাতে পুলিশি বাধা প্রধান কারণ না হয়ে ওঠে সেবিষয়েও তৃণমূলের প্রতিনিধিদের বিশেষ সতর্ক থাকতে দলের তরফে নির্দেশ জারি হয়েছে৷ জানা গিয়েছে, রবিবারই বিমানে গুয়াহাটি রওনা দিচ্ছে দল৷ রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে এই দলে থাকবেন সাংসদ নাদিমুল হক, মমতা বালা ঠাকুর ও বিধায়ক মহুয়া মৈত্র।

Advertisement

[৫ মাস পর অমৃতসর থেকে উদ্ধার কলকাতার কিশোর]

তিনসুকিয়া গণহত্যার প্রতিবাদ জানিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন৷ বাঙালি হত্যার দায় নিয়ে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের পদত্যাগও দাবি করেছে তৃণমূল কংগ্রেস৷ এছাড়াও গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে অল অসম বেঙ্গল ফেডারেশন৷ বাঙালি হত্যার বিরুদ্ধে চলছে ২৪ ঘণ্টার অসম বনধ৷ বাম ও কংগ্রেসের তরফে একই ইস্যুতে আন্দোলন গড়ে তোলা হয়েছে৷ ‘কালা দিবসে’র ডাকও দিয়েছে কংগ্রেস৷ ফলে, ধীরে ধীরে অসমে বাড়ছে রাজনৈতিক উত্তাপ৷ অসমে রাজনৈতিক উত্তাপের মাঝেই তৃণমূলের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তে বেশ চাপে সর্বানন্দ সোনওয়ালের সরকার৷

[শহরে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট-সহ ধৃত অসমের যুবক]

অসমে বিজেপি সরকারের উপর চাপ বাড়াতে ও অসমে বাঙালিদের পাশে দাঁড়াতে এর আগেও একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল৷ জাতীয় নাগরিকপঞ্জির নামে একলপ্তে ৩০ লক্ষ বাঙালির নাম বাতিলের ইস্যুকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অসমে পাঠিয়েছিলেন একটি প্রতিনিধি দল৷ কিন্তু, শিলচর বিমানবন্দরে তাঁদের আটকে দেওয়া হয়৷ বিধায়ক মহুয়া মৈত্র, সাংসদ মমতা বালা ঠাকুর-সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা-নেত্রীকে হেনস্তা করার অভিযোগ ওঠে অসম পুলিশের বিরুদ্ধে৷ ওই ঘটনার প্রতিবাদে রাতভর বিমানবন্দরে ধরনায় বসে তৃণমূলের প্রতিনিধি দল৷ পরে, মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতায় ফিরে এসে জোরদার আন্দোলন গড়ে তোলে৷ গতবারের থেকে শিক্ষা নিয়ে এবার যেতে পুলিশি বাধার মুখোমুখি হতে না হয়, সেবিষয়ে বেশ কিছু পদক্ষেপও গ্রহণ করা হয়েছে৷

The post তিনসুকিয়া গণহত্যা: অসমে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement