সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই নির্বাচনী কেন্দ্র তথা নিজের দু'বারের সংসদীয় এলাকার মানুষদের কাছে পৌঁছে গিয়েছিলেন দেব (Dev)। পরনে লাল পাঞ্জাবি। ঘাটালে খাঁটি 'বাঙালিবাবু' সাজে প্রচার করতে গেলেন টলিউড সুপারস্টার। আর উপহার হিসেবে যা চাইলেন, তা রাজনৈতিক ময়দানে 'বিরল'ই বলা চলে!
নববর্ষের দিন কোনওরকম 'স্টার সুলভ' অনুষ্ঠান নয়, বরং টলিউড সুপারস্টারকে দেখা গেল, ঘাটালে রোদে তেতে-পুড়ে প্রচার সারতে। ঘরের ছেলের মতোই সেখানকার মানুষদের সঙ্গে মিশে গেলেন বর্ষবরণের আনন্দে। এদিন ঘাটালের বিভিন্ন কর্মসূচীতে যোগ দেন অভিনেতা। নির্বাচনী কেন্দ্রে প্রচারে যাওয়ার আগে ঘাটাল কলেজ মোড়ে একটি সংস্থার নববর্ষের অনুষ্ঠানে গিয়েছিলেন দেব। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের তারকা প্রার্থী বলেন, নতুন বছরে সকলে যেন সুস্থ থাকে, ভালো থাকে, আমরা যেন শান্তিপ্রিয়ভাবে থাকতে পারি। আর এই নতুন বছরে সকলের কাছে ভদ্রতা ও সৌজন্যতা রক্ষার আবেদন রাখলাম।
প্রচারের মাঝেই ঘাটালের তৃণমূল কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানালেন দেব। যাঁরা এই তীব্র গরমেও তাঁর সঙ্গে ঘাটালের বিভিন্ন প্রান্তে ছোটাছুটি করছেন। সেইসমস্ত মানুষদের উদ্দেশে নতমস্তকে ধন্যবাদ জ্ঞাপন করে স্যালুট জানাতে দেখা গেল তৃণমূলের তারকা প্রার্থীকে। দেবের এহেন আচরণে বেজায় খুশি ঘাটালবাসী। চব্বিশের লোকসভা ভোটের ফল নিয়েও বেশ আত্মবিশ্বাসী দেব। ঘাটালের দু’ বারের তারকা সাংসদ এবার প্রচারের ময়দানে আমজনতার নাড়ির জড়িপ মেপে আগেভাগেই জানিয়ে দিয়েছেন যে, “গতবারের তুলনায় এবার আরও বেশি মার্জিনের ভোটে জিতব।” আর প্রচারের মাঠেও পদে পদে টলিউড সুপারস্টারের সেই আত্মবিশ্বাসের ঝলক চোখে পড়ছে। কোনওরকম চাপ বা উত্তেজনা নেই, বরং ঘাটালের পিচে ‘ব্লকবাস্টার’ ব্যাটন চালাচ্ছেন দেব। নববর্ষের দিনও তার অন্যথা হল না।
[আরও পড়ুন: ‘কর্মফল! উপরওয়ালা আছে…’, সরবজিৎ খুনের মূল অভিযুক্ত খুন হওয়ায় খুশি রণদীপ হুডা]
অন্যদিকে প্রতিদ্বন্দ্বী হিরণ চট্টোপাধ্যায় গেলেন কেশপুরের আনন্দপুর থানায়। সেখানকার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। নববর্ষের আবহেও যে ভোটপ্রচার থেমে থাকেনি দুই স্টার প্রার্থীর, তা বলাই বাহুল্য।