shono
Advertisement

নজরে পঞ্চায়েত নির্বাচন, ২৩ জেলায় কো-অর্ডিনেটর নিয়োগ করল তৃণমূল

অনুব্রতহীন বীরভূমের দায়িত্বে অভিজিৎ সিংহ।
Posted: 04:29 PM Nov 10, 2022Updated: 07:00 PM Nov 10, 2022

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে জেলায়-জেলায় দলের নেতৃত্বের মধ্যে সংযোগ বাড়াতে কো-অর্ডিনেটর নিয়োগ করল তৃণমূল (TMC)। মূলত জেলার পোড়খাওয়া নেতা-নেত্রীদের হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। জেলায় জেলায় দলের অন্দরে ছোটখাটো যা সমস্যা রয়েছে তা মেরামত করে পঞ্চায়েতের আগে তৃণমূলের সংগঠনকে আরও চাঙ্গা করার গুরু দায়িত্ব রয়েছে তাঁদের কাঁধে।

Advertisement

পঞ্চায়েত ভোটের আগে সম্প্রতি ব্লক কমিটিগুলি খোলনোলচে বদল করা হয়েছে। যা নিয়ে কোথাও কোথাও দলের কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে। কিন্তু দলের কথাই শেষ কথা, সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়েছেন, নিজেদের মধ্যে ঝামেলা করলে দলে জায়গা দেওয়া হবে না। সকলকে এক হয়ে ভোটে লড়াই করার ডাক দিয়েছেন তিনি। দলকে সংঘবদ্ধ করার জন্য মাঠে নামবেন কো-অর্ডিনেটররা। কর্মীদের ক্ষোভ-বিক্ষোভ শুনবেন তাঁরা।

[আরও পড়ুন: IIT খড়গপুরে ছাত্র মৃত্যু: র‍্যাগিংয়ের অভিযোগ পেয়ে কী ব্যবস্থা কর্তৃপক্ষের? প্রশ্ন ‘ক্ষুব্ধ’ হাই কোর্টের]

জেলায় কো-অর্ডিনেশনের দায়িত্বে যারা

কোচবিহার – উদয়ন গুহ
আলিপুরদুয়ার – প্রকাশচিক বরাইক
জলপাইগুড়ি – মহুয়া গোপ
দার্জিলিং – পাপিয়া ঘোষ
কালিম্পং –  এলবি রাই
উত্তর দিনাজপুর –  কানাইলাল আগরওয়াল
দক্ষিণ দিনাজপুর –  মৃণাল সরকার
মালদহ – আবদুল রহিম বক্সি
মুর্শিদাবাদ –  খালিলুর রহমান
নদিয়া –  মহুয়া মৈত্র
কলকাতা –  দেবাশিস কুমার
উত্তর ২৪ পরগনা – জ্যোতিপ্রিয় মল্লিক
দক্ষিণ ২৪ পরগনা – অরূপ বিশ্বাস

হাওড়া – অরূপ রায়
হুগলি –  স্নেহাশিস চক্রবর্তী
পূর্ব মেদিনীপুর – সৌমেন মহাপাত্র
পশ্চিম মেদিনীপুর – অজিত মাইতি
ঝাড়গ্রাম – দুলাল মুর্মু
পুরুলিয়া – সৌমেন বেলথোড়িয়া
বাঁকুড়া – সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
পূর্ব বর্ধমান – রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়
পশ্চিম বর্ধমান – মলয় ঘটক
বীরভূম – অভিজিৎ সিংহ

[আরও পড়ুন: অভিষেকের শ্যালিকাকে রক্ষাকবচ কেন? সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে মামলা ED’র]

পঞ্চায়েত ভোটে এবার বীরভূম অনুব্রতবিহীন। এবার সেই বীরভূমের দায়িত্ব সামলাবেন বিধায়ক অভিজিৎ সিংহ। নদিয়ার জন্য কো-অর্ডিনেটর কমিটি গড়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সেখানে সাংসদ মহুয়া মৈত্রের পাশাপাশি রয়েছেন জেলার বিধায়কেরাও। প্রসঙ্গত, এই তালিকা নিয়ে উত্তরের দু-একটা জেলা থেকে অভিযোগ মিলেছে। দলের এই তালিকার সঙ্গে জেলা সভাপতিদের নাম জুড়ে প্রকাশ করা হচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement