shono
Advertisement

Breaking News

আদিবাসী নাবালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, উত্তপ্ত খড়িবাড়ি

নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিজেপি।
Posted: 08:58 AM Jan 05, 2021Updated: 08:58 AM Jan 05, 2021

শুভদীপ রায়নন্দী, শিলিগুড়ি: এবার নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল যুব তৃণমূলের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি উত্তরবঙ্গের খড়িবাড়ির (Kharibari)। অভিযুক্তের শাস্তির দাবি জানিয়ে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বিজেপি নেতারা।

Advertisement

জানা গিয়েছে, খড়িবাড়ির বুড়াগঞ্জের সুকারুজোতের বাসিন্দা বছর ১০-এর ওই আদিবাসী নাবালিকা। অভিযোগ, রানিগঞ্জের যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি উজ্জ্বল সরকার ২৩ ডিসেম্বর থেকে পরপর তিনদিন ধর্ষণ (Rape) করে তাকে। নির্যাতিতার পরিবার জানান, বিষয়টি জানানো হলে তৃণমূলের বিদায়ী পঞ্চায়েত সদস্য শ্রী সঞ্জয় সিংহ এলাকার অন্যান্য নেতারা আইনি সহযোগিতা তো দূর-অস্ত, চিকিৎসার ব্যবস্থাও করেননি। উলটে তাঁরা গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলেই অভিযোগ। সম্প্রতি কোনওভাবে বিষয়টি জানতে পারেন স্থানীয় বিজেপি নেতারা। এরপরই তাঁরা নির্যাতিতার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

[আরও পড়ুন: বিজেপির ‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে ‘হামলা’ তৃণমূলের, ঝরল রক্ত, অগ্নিগর্ভ জগৎবল্লভপুর]

সোমবার বিকেলে বিজেপি যুব মোর্চার শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি কাঞ্চন দেবনাথের নেতৃত্বে প্রতিনিধি দল যায় নির্যাতিতার বাড়িতে। সবরকমভাবে তাঁদের পাশে থাকার আশ্বাস দেয়। মহিলা মোর্চার উদ্যোগে গতকালই খড়িবাড়ি থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভরতি নির্যাতিতা নাবালিকা। নির্যাতিতার পরিবার, পরিজন ও বিজেপি নেতারা অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। তবে এপ্রসঙ্গে এখনও শাসকদলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

[আরও পড়ুন: এই প্রথম মুর্শিদাবাদ থেকে গঙ্গাসাগর মেলার জন্য ছাড়ছে বিশেষ এক্সপ্রেস ট্রেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement