গোবিন্দ রায়: তৃণমূল নেতার বিরুদ্ধেই অত্যাচারের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ আরেক তৃণমূল নেতা। ঘটনার সূত্রপাত উত্তর ২৪ পরগনার সন্দেশখালি এলাকায়। আজ শুক্রবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন সন্দেশখালির তৃণমূল যুব নেতা মইনুদ্দিন মোল্লা।
মইনুদ্দিন মোল্লার অভিযোগ, ওই এলাকারই তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বিরুদ্ধে। সন্দেশখালির ২ নং ব্লকের যুবনেতা মইনুদ্দিন মোল্লার দাবি, দিলীপ মল্লিক এলাকায় একাধিক বেআইনি কাজকর্ম করেন। সেই বেআইনি কাজের প্রতিবাদ করেছিলেন মইনুদ্দিন। তারপর থেকে তাঁর উপর চাপ তৈরি করা হচ্ছে। বিভিন্ন সময় মইনুদ্দিন মোল্লাকে হুমকি দেওয়া হচ্ছে। একপ্রকার বাধ্য হয়েই তিনি এবার আদালতের দ্বারস্থ হয়েছেন। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলা করার আবেদন জমা হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, "আদালতে আসার কী দরকার! আপনাদের তো বাউন্সার আছে।" ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পরে মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি।
তৃণমূল নেতা মইনুদ্দিন মোল্লা আদালতে দিলীপ মল্লিকের বিরুদ্ধে তদন্তের আর্জি জানিয়েছেন। তদন্তের জন্য সিট গঠন করা হোক। তেমনই বক্তব্য তাঁর। এই মামলায় কী নির্দেশ দেন, বিচারপতি, সেই চর্চা রয়েছে। গত লোকসভা নির্বাচনের আগে শিরোনামে উঠে এসেছিল উত্তর ২৪ পরগণার সন্দেশখালি এলাকা। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। এলাকার বহু মানুষের জমি হস্তগত করেছিলেন তিনি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ও ইডি এখন তাঁর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। লোকসভা নির্বাচনের এত মাস পরে ফের অন্য তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ সামনে এল।