অর্ণব দাস, বারাকপুর: রামমন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বাংলায় তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। রামমন্দির উদ্বোধনের দিনই ‘সংহতি মিছিলে’র ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ ভাটপাড়ায় রামপুজোর আয়োজন করলেন তৃণমূল নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে। আর রামপুজোর আয়োজনে তৃণমূল নেতাকে সাহায্য করছেন তাঁর কাউন্সিলর স্ত্রী। ৮ লক্ষ প্রদীপ দিয়ে ইতিমধ্যেই ১৩০ ফুটের রামমূর্তিও তৈরি করিয়েছেন তাঁরা। আগামিকাল থেকে শুরু হবে পূজার্চনা।
প্রিয়াঙ্কু পাণ্ডে, উত্তর ২৪ পরগনার পরিবহণ দপ্তরের ভাইস চেয়ারম্যান। তাঁর স্ত্রী জ্যোতি ভাটপাড়ার ৯ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। সস্ত্রীক তৃণমূল নেতার রামপুজোর আয়োজন নিয়ে আপাতত মেতে রয়েছে ভাটপাড়া। প্রিয়াঙ্কু জানান, গ্রিনিস বুক অব রেকর্ডে নাম থাকা বিহারের শিল্পী অজয় কুমার রামমূর্তি তৈরি করেন। বিভিন্ন জায়গা থেকে আসা ১৩ জন এবং স্থানীয় ১০০ জন শ্রমিক মিলে রামমূর্তি তৈরি করেন।
[আরও পড়ুন: কমোড লাগবেই! জেলে অদ্ভুত ‘আবদার’ শংকরের]
তৃণমূল নেতার রামপুজোর আয়োজন নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জোর চাপানউতোর। যদিও রাজনৈতিক আকচা আকচিতে কান দিতে নারাজ প্রিয়াঙ্কু। তিনি স্পষ্টভাবে জানান, “রামের পুজো সবাই করে। রাম রাজ্য সবাই চায়। কারণ, সেই সময় প্রজারা রামের কাছে কথা বলতে পারতেন। সেই রামরাজ্য প্রত্যেক মানুষের স্বপ্ন। ধর্ম ধর্মের জায়গায় এবং রাজনীতি রাজনীতির জায়গায়।”
দেখুন ভিডিও: