সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিএ আন্দোলনকারীদের এবার খোঁচা দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বজবজের চড়িয়াল সেতু উদ্বোধনের দিন হিসাবে কেন শুক্রবারকেই বেছে নিলেন, সেই কারণ ব্যাখ্যা করতে গিয়ে আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীদের কথা তুললেন। তিনি বলেন, “সর্বনাশা ধর্মঘটকে সমর্থন করি না, তাই আজই উদ্বোধন।”
অভিষেকের মন্তব্য, “আজ ১০ মার্চ, একদিকে ডিএ আন্দোলনকারীরা ধর্মঘট ডেকেছেন। তাঁদের মৌলিক অধিকার। ডাকতেই পারেন। আমি মনে করি কর্মনাশা বনধ মানুষ সমর্থন করেন না। সেই দিনই সরকারি মঞ্চ থেকে ৫২ কোটি টাকা দিয়ে একটা ব্রিজের উদ্বোধন হল। এটাই ডায়মন্ড হারবার মডেল।” জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মীদের কুর্নিশ জানানা অভিষেক। তিনি বলেন, “যেখানে বিভিন্ন কর্মসূচি হচ্ছে। অরোধ হচ্ছে। বনধের জন্য হুমকি দেওয়া হচ্ছে। চারিদিকে মানুষকে হুমকি দেওয়া হচ্ছে। সেই সরকারি কর্মীরা নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের স্বার্থে যাঁরা ভেবে সাধারণ মানুষের জন্য কাজ করছেন, তাঁদের কুর্নিশ।”
[আরও পড়ুন: এসএসসি গ্রুপ ডি’র পর গ্রুপ সি, ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের]
কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তোলেন অভিষেক। তাঁর অভিযোগ, “১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা কেন্দ্র সরকার দেয়নি। ১০০ দিনের টাকা, বাংলা আবাস যোজনায় গরমিল দেখাতে পারবে না। তাও টাকা দেয়নি। গায়ের জোরে আটকে রেখেছে।” চড়িয়াল সেতুর উদ্বোধনের ফলে প্রায় ১০ লক্ষ মানুষ উপকৃত হবেন। করোনার জন্য ২ বছর কাজ বন্ধ থাকায় উদ্বোধনে কিছুটা দেরি হওয়ায় ক্ষমাও চেয়ে নেন সাংসদ। আগামী ছ’মাসের মধ্যে সেতুর আরেক দিকের কাজও শেষ করা হবে বলে আশ্বাস অভিষেকের।