shono
Advertisement

Breaking News

‘সূর্যের সঙ্গে লড়াই করতে গেলে ঝলসে যাবেন’, বিরোধীদের হুঙ্কার অভিষেকের

আরও একবার শুভেন্দুকে খোঁচাও দিয়েছেন অভিষেক।
Posted: 03:49 PM Dec 20, 2020Updated: 08:01 PM Dec 20, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমিত শাহের (Amit Shah) সভায় শনিবারই বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল হারবে বলেই দাবি করেছেন নব্য বিজেপি নেতা। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তোপ দেগেছেন। কিন্তু কয়েকজন নেতা দল থেকে চলে গেলে যে দলে তার কোনও প্রভাব পড়বে না, সেকথা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন  ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলায় ক্ষমতা দখল করবেন বলেই আশাবাদী তিনি।

Advertisement

সম্প্রতি তাঁর জনসভার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় নতুন করে ছড়িয়ে পড়েছে। শুভেন্দুর বিজেপি যোগের পর অভিষেকের আক্রমণাত্মক মন্তব্যের ভিডিওকেই যেন তৃণমূল প্রচার চালানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের সমর্থনে নানা পেজ আছে। তারই একটিতে নতুন করে পোস্ট হয ভিডিও। অমিত শাহের রোড শো থেকে নজর ঘোরাতেই এই কৌশল বলে মনে করছেন অনেকেই। নভেম্বরের সেই সভাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সূর্যের সঙ্গে তুলনা করে বিরোধীদের বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সূর্যের সঙ্গে লড়াই করতে গেলে ঝলসে যাবেন। সে অমিত শাহ হোন কিংবা দিলীপ ঘোষ (Dilip Ghosh) বা সিপিএমের সুজন চক্রবর্তী। যেই লড়াই করবেন সেই ঝলসে যাবেন।”

[আরও পড়ুন: সপ্তপদে সাজল পাত, একতারার সুরে বোলপুরের বাউল বাড়িতে মধ্যাহ্নভোজ অমিত শাহর]

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ঠিক আগে দলবদল নিয়ে কার্যত অস্বস্তিতে তৃণমূল। তার উপর আবার বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার মেদিনীপুরে মেগা জনসভা করেন তিনি। ওই জনসভার মঞ্চ থেকে শুক্রবার দলবদল-সহ একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছিলেন তিনি। তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে বলেও তোপ দেগেছিলেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনের তৃণমূলের ভরাডুবি হবে বলেও কটাক্ষ করতে ছাড়েননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারই পালটা হিসেবে নতুন করে ভিডিওটি পোস্ট করে তৃণমূল সদস্য সমর্থকরা যেন বুঝিয়ে দিতে চাইলেন, তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন।  

[আরও পড়ুন: ‘দাঙ্গাকারীরা শান্তিনিকেতনে কেন?’, অমিত শাহর সফরের বিরোধিতায় সোনাঝুরিতে বিক্ষোভ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার