shono
Advertisement

Breaking News

আদানির বন্দরের প্রধান পদে প্রাক্তন ইজরায়েলি রাষ্ট্রদূত, খোঁচা মহুয়ার

হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই বেকায়দায় আদানি গোষ্ঠী।
Posted: 06:47 PM Apr 03, 2023Updated: 06:49 PM Apr 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদানি ইস্যুতে এবার মহুয়া মৈত্রের (Mahua Moitra)  নিশানায় প্রাক্তন ইজরায়েলি রাষ্ট্রদূত। ইজরায়েলে আদানি গোষ্ঠী বন্দরে এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে বসেছেন রন মালকা। তিনি আবার ভারতে দীর্ঘদিন ইজরায়েলের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছিলেন। এই নিয়োগ নিয়ে বিস্মিত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের খোঁচা, “এই রাষ্ট্রদূতই ইজরায়েলে আদানি গোষ্ঠীর বাণিজ্যিক লেনদেন কতটা নৈতিক ও নিয়মমাফিক হয়েছে, তানিয়ে সরব হয়েছেন। আসলে আদানির স্নানাগারে সবাই নগ্ন।”

Advertisement

হাইফি ইজরায়েলের দ্বিতীয় বৃহত্তম বন্দর যেখান থেকে পণ্য পরিবহণ ও পর্যটকদের বিলাসবহুল ক্রুজগুলি নোঙর করে। জানুয়ারি মাসে সেই বন্দরের দায়িত্ব নেয় আদানি গোষ্ঠী। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই হাইফি বন্দরের এক্সিকিউটিভ চেয়ারম্যানের পদে নিযুক্ত হয়েছেন রন মালকা। যিনি ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত নয়াদিল্লিতে ইজরায়েলি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব সামলেছেন। ইজরায়েলের প্রাক্তন রাষ্ট্রদূতের আদানির বন্দরের প্রধান পদে নিযুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ।

[আরও পড়ুন: মেয়েকে দেখতে এসে মাকে পছন্দ! প্রেমের টানে হবু শাশুড়ির সঙ্গে ‘পালালেন’ যুবক]

টুইটারে মহুয়া মৈত্র লিখেছেন, ভারতে নিযুক্ত প্রাক্তন ইজরায়েলি রাষ্ট্রদূত আদানির বন্দরের প্রধান পদে নিযুক্ত হয়েছেন! ইজরায়েলে আদানির লেনদেন কতটা আইনি ও নিয়মমাফিক ছিল তা জানাতে সরব হয়েছিলেন এই মানুষটাই। বলিউডের হিন্দুত্ববাদী সিনেমার সমালোচনা করায় পরিচালক নাদাভ লাপিদকেও একহাত নিয়েছিলেন তিনি।” এরপরই মহুয়ার কটাক্ষ, “আদানির স্নানাগারে সবাই নগ্ন।” বুঝিয়ে দিয়েছেন, আদানিকে বাঁচাতে একযোগে মাঠে নেমেছে সবাই। 

 

প্রসঙ্গত, হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই বেকায়দায় আদানি গোষ্ঠী। তাঁদের বিরুদ্ধে বেনিয়মের একাধিক অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে ইজরায়েলের প্রাক্তন রাষ্ট্রদূতের আদানির বন্দরের গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় বিতর্ক আরও তুঙ্গে উঠল।

[আরও পড়ুন: ‘দেখলে মনে হয় পাক্কা বৈষ্ণব, আদতে ভণ্ড’, এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের নিশানায় সুজন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement