shono
Advertisement

‘আপনি তো ফেক নিউজের কুলি’, অমিত মালব্যের কটাক্ষের পালটা দিলেন সাকেত

সাকেতকে স্বভাবসিদ্ধ অপরাধী বলে কটাক্ষ করেছিলেন মালব্য।
Posted: 02:58 PM Dec 11, 2022Updated: 02:58 PM Dec 11, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত টুইট নিয়ে সাকেত গোখলের সঙ্গে এবার লেগে গেল বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যের (Amit Malviya)। বিজেপি নেতার দাবি, তৃণমূলের মুখপাত্র আসলে স্বভাবসিদ্ধ অপরাধী। এর আগেও একাধিকবার ভুয়ো টুইট করেছেন তিনি। জবাবে মালব্যকে পালটা খোঁচা দিতে ছাড়লেন না সাকেতও। তাঁর কটাক্ষ, আপনি তো ফেক নিউজ ছড়ানোর কাজে নিযুক্ত কুলি।

Advertisement

তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলের গ্রেপ্তারি একপ্রকার মুখ পুড়িয়েছে গুজরাট প্রশাসনের। মাত্র ৩ দিনের ব্যবধানে তাঁকে দু’বার গ্রেপ্তার করেও জেলে ধরে রাখতে পারেনি মোদির রাজ্যের পুলিশ। দুই ক্ষেত্রেই ২৪ ঘণ্টার মধ্যে জামিন পেয়ে গিয়েছেন তিনি। অক্টোবরে গুজরাটের (Gujarat) মোরবির সেতু বিপর্যয় নিয়ে টুইটারে গুজরাট প্রশাসনের ভূমিকার কড়া সমালোচনা করেছিলেন সাকেত (Saket Gokhale)। সেই সঙ্গে একটি RTI-এর কপি সম্বলিত টুইট শেয়ার করে তিনি দাবি করেন, মোরবির সেতুভঙ্গের পর মোদির গুজরাট সফরে খরচ হয়েছে ৩১ কোটি টাকা। কিন্তু এই তথ্যকে ভুয়ো বলে দাবি করে গুজরাট পুলিশ।

[আরও পড়ুন: প্রাক্তন কংগ্রেস নেতাতেই আস্থা, ত্রিপুরায় নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করল তৃণমূল]

সাকেত জানিয়েছেন, ওই টুইটটি তিনি করেননি। তিনি অন্য কারও টুইট শেয়ার করেছিলেন মাত্র। পুলিশ যদি মনে করে থাকে ওটা ভুয়ো, তাহলে আসলে যে টুইটটি করেছে তাঁকে খুঁজে বের করুক। আর টুইটে যে তথ্য দেওয়া হয়েছে, সেটা যদি ভুল হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রীর মোরবি (Morbi) সফরে ঠিক কতটা খরচ হয়েছে, সেটা প্রকাশ্যে আনা হোক। সেই টুইটটি রিটুইট করে বিজেপির অমিত মালব্য দাবি করেন,”তৃণমূলের সাকেত গোখলে স্বভাবসিদ্ধ অপরাধী। ও ভাবছে ভিকটিম কার্ড খেলে ছাড় পেয়ে যাবে। ও এমন কিছু একটা শেয়ার করেছে, সেটা শুধু ভুয়ো নয়, বিভ্রান্ত করার চেষ্টা। আইন আইনের পথে চলবে।”

[আরও পড়ুন: জাতীয় শিক্ষানীতি কার্যকরের পথে কেন্দ্র, এবার অনার্স-সহ স্নাতকের ডিগ্রি পেতে লাগবে ৪ বছর]

মালব্যর এই টুইটে তেলেবেগুনে জ্বলে ওঠেন সাকেত। পালটা তিনি টুইট করে বলে দেন,”বিজেপির ফেক নিউজের কুলি। আগে বানান ঠিক করুন (মালব্যর টুইটে একটি বানান ভুল ছিল।)। আর নাহয় সেসব বিষয়ে মন্তব্য করা বন্ধ করুন, যেগুলি আপনার বুদ্ধিমত্তার বাইরে। আপনার IQ-তো দিল্লির এই মুহূর্তের ঘরের তাপমাত্রার থেকেও কম।” এখন দেখার মালব্য এই পালটা কটাক্ষের কোনও জবাব দেন কিনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement