shono
Advertisement

বন্ধুর মৃত্যুর প্রতিবাদ, জেহাদে নেমে হাতে বন্দুক তুলল কাশ্মীরের যুবক

অডিও বার্তায় জেহাদি সংগঠনে যোগ দেওয়ার কথা ঘোষণা৷ The post বন্ধুর মৃত্যুর প্রতিবাদ, জেহাদে নেমে হাতে বন্দুক তুলল কাশ্মীরের যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 05:56 PM Mar 22, 2019Updated: 05:57 PM Mar 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশ হেফাজতে জম্মু-কাশ্মীরের শিক্ষক মৃত্যুর ঘটনার রেশ কাটেনি এখনও৷ তারই মধ্যে বন্ধুর মৃত্যুর প্রতিবাদে জঙ্গিদলে নাম লেখাল শাহিদ মনজুর নামে এক ব্যক্তি৷ একটি অডিও বার্তা দিয়ে এই খবর জানিয়েছ সে৷ জেহাদের বার্তা দিয়ে স্পষ্টই বলেছে, ‘ভারতীয় সেনাবাহিনীর দমনপীড়ন নীতির প্রতিবাদে একমাত্র জঙ্গিবাদই পন্থা৷ ওদের দাসত্বে দীর্ঘ জীবন কাটানোর চেয়ে একটা সংক্ষিপ্ত জীবন শ্রেয়৷ জানি, বন্দুক হাতে তোলার পর আমার জীবনটা খুব ছোট হয়ে গেল৷ কিন্তু বুঝেছি, ভবিষ্যৎ প্রজন্মকে দাসত্ব থেকে মুক্ত করতে জেহাদই একমাত্র পথ৷’ শাহিদ মনজুরের এই বার্তায় রাষ্ট্র বিদ্বেষী মনোভাব স্পষ্ট৷ নিজেকে আবার নিহত কাশ্মীরি শিক্ষক রিজওয়ানের বন্ধু বলে দাবি করেছে শাহিদ৷

Advertisement

নাবালককে পণবন্দি করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই, খতম ২ জঙ্গি

মাসখানেকেরও বেশি সময় আগে পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার পর থেকে উপত্যকার বিভিন্ন জায়গায় বেড়েছে পুলিশের তল্লাশি, ধরপাকড়৷ সেভাবেই একদিন অবন্তিপোরার বাড়ি থেকে স্থানীয় এক শিক্ষক বছর উনত্রিশের রিজওয়ান আসাদ পণ্ডিতকে তুলে থানায় নিয়ে গিয়েছিল পুলিশ৷ গত রবিবার লকআপে থাকাকালীন তাঁর মৃত্যু হয়৷ মঙ্গলবার মৃতদেহ হাতে পেয়ে পরিবারের সদস্যরা অভিযোগ তোলেন, পুলিশের অত্যাচারেই তাঁর মৃত্যু হয়েছে৷ এমনকী মৃতদেহ সৎকারের আগে দাদার শরীর আঘাতের সমস্ত চিহ্নের ছবি তুলে রেখেছিল৷ পরে সেসব ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন৷ এসব ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রকাশ্যে এল তাঁর বন্ধু শাহিদ মনজুরের অডিও বার্তা৷ সে আরও বলেছে, ‘আমি চেয়েছিলাম ভালভাবে পড়াশোনা করে মা,বাবার পাশে দাঁড়াব৷ তাই অন্যরা যখন জেহাদ নিয়ে মাথা ঘামাত, আমি তাদের বলতাম, অকারণ সময় নষ্ট করছে৷ কিন্তু আজ বুঝলাম, আমি ভুল ভাবতাম৷ লড়াই করা ছাড়া কোনও বিকল্প নেই নিজেদের মুক্ত করার৷’ মা, বাবার প্রতি বার্তা দিয়ে শাহিদ বলেছে, ‘দুঃখিত, আমি এভাবে তোমাদের ছেড়ে চলে যাচ্ছি৷ তোমাদের অনুমতিও নিতে পারিনি৷ কিন্তু এছাড়া আমার আর উপায় ছিল না৷ রিজওয়ানকে দেখার পর আমি আর দ্বিতীয় কোনও বিকল্প খুঁজে পেলাম না৷’

ধ্বংসস্তূপে ৬২ ঘণ্টা, মৃত্যুকে হারিয়ে ফিরলেন কর্ণাটকের যুবক

সেনাবাহিনী এবং পুলিশের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগরে দিয়েছে শাহিদ মনজুর৷ কীভাবে মিথ্যে সন্দেহে আগে তাদের উপর অত্যাচার চালানো হয়েছিল, তাও জানিয়েছে৷ জঙ্গিদের ইনফর্মার হিসেবে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল৷ শাহিদের কথায়, ‘তখন প্রতিবাদ করেও লাভ হয়নি৷ রিজওয়ানকে ওদের হেফাজতে মরতে হয়েছে৷ আমিও সহিংস পথেই প্রতিশোধ নেব৷’ অশান্ত জম্মু-কাশ্মীরে এভাবে শিক্ষিত যুবকদের জেহাদি সংগঠনে নাম লেখানোর হিড়িক বাড়তে থাকা নিঃসন্দেহে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করছে৷

The post বন্ধুর মৃত্যুর প্রতিবাদ, জেহাদে নেমে হাতে বন্দুক তুলল কাশ্মীরের যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement