shono
Advertisement

চরম আর্থিক অনটন, সংসার চালাতে ফাস্ট ফুড সেন্টার খুললেন ‘চিলেকোঠা’ ছবির পরিচালক!

এর আগে ফেসবুকে কাজের আরজি জানিয়ে ছিলেন পরিচালক প্রেমাংশু রায়।
Posted: 09:21 AM Apr 19, 2022Updated: 09:23 AM Apr 19, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক মাস আগেই ফেসবুকে নিজের আর্থিক অনটনের কথা লিখেছিলেন টলিউড পরিচালক প্রেমাংশু রায় (Premangshu Roy)। এমনকী, ফেসবুকে কাজ চেয়ে আর্জিও জানিয়ে ছিলেন। তবে এবার আর আর্জি নয়, ২৭ বছরে তৈরি করা কেরিয়ার থেকে বেরিয়ে ফাস্ট ফুড সেন্টার খোলার খবর শেয়ার করলেন পরিচালক। পয়লা বৈশাখের দিনই শুরু হল প্রেমাংশুর নতুন পথ চলা। পোস্টে প্রেমাংশু লিখলেন,  ইন্ডাস্ট্রির নোংরা রাজনীতির মুখে পড়েই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: সাফল্যের শীর্ষে মাধবনপুত্র, রুপোর পর আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় সোনা পেল বেদান্ত]

প্রেমাংশু তাঁর ফেসবুকে কয়েকটা ছবি পোস্ট করেছেন তাঁর ফাস্টফুড সেন্টারের। নাম দিয়েছেন, সূচক ফুড কর্ণার। এই পোস্টে প্রেমাংশু লিখলেন, বেহালা, সরশুনা , বাগপোতা রোডে ‘নিউ ভিস্তা আকাদেমি’ স্কুলের ঠিক বিপরীতে। ‘সকলে আজ সব খাবার খেয়ে খুব খুশি। মেনু কার্ড দিলাম। কয়েক দিন পর জোমাটো ও সুইগি থেকে অর্ডার করে বাড়ি বসে উপভোগ করতে পারবেন “সূচক ফুড কর্নার” এর খাবার।’

এর আগে আরেকটি পোস্টে নাট্যজগত তথা বিনোদন জগতের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন পরিচালক প্রেমাংশু। তিনি লিখেছিলেন, ‘সিদ্ধান্ত আমি আপাতত বাংলা নাট্য জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। যদিও এটা বড় কোন খবর নয়। আমি থেকেও বাংলা নাট্য জগতে বিশাল কোন সৃষ্টি বা উন্নতি করতে পারিনি গত সাতাশ বছরে। তাই আমি নাট্য জগতে থাকলে বা না থাকলে নাট্য জগতের কিছুই আসে যায় না। কিন্ত সত্যি কথা বলতে , আমার এসে যায়। কষ্ট হচ্ছে খুবই। গত সাতাশ বছরের অভ্যাস তো ! কিন্ত কেন নিজেকে সরিয়ে নিচ্ছি ? এই প্রশ্ন দুই একজন করতেই পারেন। তাঁদের জন্য উত্তর দিই। প্রথম কারন হলো, নিজস্ব আর্থিক সমস্যা। দ্বিতীয় কারন হলো, পুরোটাই ব্যক্তিগত, তাই সকলকে বলা যাবে না। আর তৃতীয় কারন হলো, এত বছর নাট্য যাপনের (ভুল বা ঠিক যেটাই হোক) পর বুঝলাম, আমি এখনও মানুষ চিনতে শিখিনি। যদি সাতাশ বছর নাট্য যাপন করে মানুষ চিনতেই না শিখতে পারি, তবে আমার নিজেকে নাট্য কর্মী বা শিল্পী পরিচয় দেওয়াই মানায় না। তবে তারমানে এটা নয় যে আমার কারও নামে কোনও অভিযোগ আছে। নিজের ছাড়া কারও নামে কোনও অভিযোগ আমার নেই। এই জগতে সকলেই ভালো, আমি ছাড়া। তাই যে সকল আমার বন্ধু ও সহকর্মীরা এখনও আমার ক্ষতি করার চেষ্টা করছেন, যাতে আমি আর কাজ না করতে পারি, তাঁরা ওসব করে ফালতু নিজেদের সময় নষ্ট করবেন না। কারন, আমি নিজেই সরে গেলাম। আপনারা ভালো মানুষ, ভালো থাকুন, আপনাদের হাত ধরে বাংলা থিয়েটার এগিয়ে যাক।

প্রেমাংশু আরও লেখেন, ‘আমি আপাতত সরে গেলাম নাট্য জগত থেকে, একেবারে চলে যাচ্ছি না। ফিরবো তো অবশ্যই। কারন, অনেককে অনেক উত্তর দেওয়া বাকি, মুখোশ খোলা বাকি এবং সবার উপরে নিজের কিছু স্বপ্নের কাজ করা বাকি। ততদিন আপনারা সানন্দে নিজেদের প্রভাব বিস্তার করে, নোংরা রাজনীতি করে, মিথ্যাচার করে, শিল্পীর কেরিয়ার অমানুষের মতো শেষ করে, চামচাগিরি করে, নাট্য যাপন করতে থাকুন। আমার এখন দেখার ও শোনার সময়।’

২০১৭ সালে মুক্তি পায় প্রেমেংশু রায়ের ছবি ‘চিলেকোঠা’। এই ছবিতে অভিনয় করেছিলেন ব্রাত্য বসু, ঋত্বিক চক্রবর্তী ও ধৃতিমান চট্টোপাধ্য়ায়। কয়েক বছর আগে একটি ওয়ার্কশপে এক উঠতি অভিনেত্রী পরিচালকের নামে যৌন হেনস্তার অভিযোগও তুলেছিলেন। বিতর্কের ঝড় উঠেছিল টলিপাড়ায়। তবে সে সব এখন অতীত। আপাতত, এই ফাস্ট ফুড সেন্টারের ভবিষ্যত নিয়ে পরিকল্পনায় পরিচালক। 

[আরও পড়ুন: পাঁচ যুবক আর বুড়ো পরাণ! মেস বাড়ির গল্প শোনাবে পরিচালক ইন্দ্রনীলের নতুন সিরিজ ‘পাঁচফোড়নস’ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement