shono
Advertisement

প্রকাশ্যে এল রাজ চক্রবর্তীর নতুন ছবির ট্রেলার

বড়দিনের ছুটিতেই এই উপহার পেতে চলেছে শিশুরা৷ The post প্রকাশ্যে এল রাজ চক্রবর্তীর নতুন ছবির ট্রেলার appeared first on Sangbad Pratidin.
Posted: 09:10 PM Nov 15, 2018Updated: 09:10 PM Nov 15, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নায়ক-নায়িকা নির্ভর বাণিজ্যিক সিনেমাতেই বারবার বক্স অফিস মাত করেছেন রাজ চক্রবর্তী৷ এবার ছোটদের নিয়ে নয়া ভাবনা তাঁর৷ বড়দিনে ছোটদের মন খুশি করার মতো খবর দিতে চলেছেন রাজ। ডিসেম্বরের শেষেই মুক্তি পাবে ‘অ্যাডভেঞ্চারস অফ জোজো’৷ ইউটিউবে সদ্য মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার৷ ইতিমধ্যেই নেটদুনিয়ায় সাড়া জাগিয়েছে ট্রেলারটি৷

Advertisement

[কীভাবে ‘রসগোল্লার কলম্বাস’ হলেন নবীন ময়রা? ট্রেলারেই দেখুন]

ভেঙ্কটেশের প্রযোজনায় এই বছরের শেষেই ডিসেম্বরে বড় পর্দায় আসছে জোজোর অ্যাডভেঞ্চারের গল্প। দেব-জিতের মতো বড় কোনো তারকা নেই সিনেমায়। আছে শুধু দুটি কিশোর৷ তাদের অ্যাডভেঞ্চারের গল্পই ফুটে উঠবে পর্দায়। জ্যেঠু ভাইপোর জঙ্গল সাফারির গল্পই মূলত টেনে নিয়ে যাবে গোটা সিনেমাকে। জ্যেঠুর বাড়ি বড়পাহাড়িতে বেড়াতে গিয়ে জোজোর দেখা হয় মাহুতের ছেলে শিবুর সঙ্গে। এরপর জঙ্গলে জোজো ও শিবু দেখতে পায় বাঘ মরে পড়ে রয়েছে। উদ্ধার হয় শিকারি মুনিয়া হাজারির মতলব। জোজো কি পারবে পাচারকারীদের হাত থেকে বাঘ চেঙ্গিসকে বাঁচাতে? কি গোপন রহস্য উন্মোচন হয় সেখান থেকে? এক সাহসী কিশোর জোজো ও টারজানরূপী তার আরেক বন্ধুর গল্পই ‘অ্যাডভেঞ্চারস অফ জোজো’। এই সিনেমায় রয়েছে আরও চমক৷ হলিউডের মতো ভিএফএক্স এফেক্ট দেখা যাবে সিনেমায়৷ বাঘ, হাতি-সহ একাধিক পশুকে চোখের সামনে গ্রাফিক্সের মাধ্যমেই পর্দায় ফুটিয়ে তোলা হবে৷

[চলচ্চিত্র উৎসবে সুযোগ পেয়ে গর্বিত লুপ্তপ্রায় আঞ্চলিক ভাষার সিনেমাওয়ালারা]

এসভিএফ এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘অ্যাডভেঞ্জার অব জোজো’-এর প্রযোজনা করছেন শ্রীকান্ত মেহতা ও মহেন্দ্র সোনি। আর এ ছবির তুরুপের তাস দুই সেরা খুদে অভিনেতা যশোজিৎ আর সামিউল। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের ছেলে যশোজিৎ৷ এই ছবি দিয়েই টলিউডে ডেবিউ করছে সে। চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত এ ছবির সংলাপ লিখেছেন৷ সঙ্গে সিনেমায় জোজোর জেঠুর ভূমিকায় অভিনয়েও রয়েছেন পদ্মনাভ। পদ্মনাভর কাছে বড় চ্যালেঞ্জ এ ছবিতে নিজেকে প্রমাণ করার। ছবিতে এছাড়াও দেখা যাবে টেলিভিশনের জনপ্রিয় মুখ মানালি ও জিতু কামালকে৷ এছাড়াও চমকপ্রদ লুকে রয়েছেন রুদ্রনীল ঘোষ। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবির গান লিখেছেন কবি গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। আবহ সঙ্গীতও ছবিটিকে অন্য মাত্রা দিয়েছে। ছোটদের কাছে এ ছবি বড়দিন সেলিব্রেশনের আদর্শ ছবি বলেই দাবি গোটা টিমের। অনেকের মতেই এই ছবির হাত ধরেই দেখা মিলতে চলেছে অন্য এক রাজের।

The post প্রকাশ্যে এল রাজ চক্রবর্তীর নতুন ছবির ট্রেলার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement