shono
Advertisement

Breaking News

রহস্য-রোমাঞ্চ নিয়ে হাজির ‘মম’ শ্রীদেবী, সঙ্গী নওয়াজ-অক্ষয়

ছবির এই ট্রেলারটি মিস করবেন না৷ এখনই ক্লিক করুন- The post রহস্য-রোমাঞ্চ নিয়ে হাজির ‘মম’ শ্রীদেবী, সঙ্গী নওয়াজ-অক্ষয় appeared first on Sangbad Pratidin.
Posted: 06:35 PM Jun 03, 2017Updated: 01:05 PM Jun 03, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বছর আগে পর্দায় এসেছিলেন সাদাসিধে এক গৃহবধূ হিসেবে৷ যত্ন সহকারে শিখেছিলেন ‘ইংলিশ ভিংলিশ’৷ বহুদিন বাদে বড়পর্দায় তাঁর সেই আগমন সাদরে গ্রহণ করেছিলেন দর্শকরা৷ বক্স অফিসের নিরিখে হিটের তকমা পেয়েছিল শ্রীদেবীর কামব্যাক ছবিটি৷ কিন্তু সে ছিল ২০১২ সালের কথা৷ তারপর আর বলিউডের পর্দায় দেখা যায়নি ‘মিস হাওয়া হাওয়াই’কে৷ মাঝে রানি হিসেবে পর্দায় এসেছিলেন বটে তবে তা তামিল ছবি ‘পুলি’র (২০১৫) খাতিরে৷ এরপর ফের চলে গিয়েছিলেন স্বেচ্ছা অবসরে৷

Advertisement

[‘এবার দেশে মুসলিমদের হেনস্তা করাটা বন্ধ হওয়া উচিত’]

শোনা গিয়েছিল, কেবলমাত্র ছবি করার তাগিদে আর ছবি করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন নায়িকা৷ চিত্রনাট্য পছন্দ হলে তবেই বড়পর্দায় দেখা মিলবে তাঁর৷ এতদিন বাদে মিলল তার নমুনা৷ স্বামী বনি কাপুরের প্রযোজনায় বেশ নজরকাড়া চিত্রনাট্য নিয়েই সেলুলয়েডে ফিরছেন শ্রীদেবী৷ সামনে এল তাঁর নতুন ছবি ‘মম’-এর থিয়েট্রিক্যাল ট্রেলার৷

প্রথম ঝলকেই নজর কেড়েছিল শ্রীদেবীর ‘মম’৷ ধীরে ধীরে সামনে আসে ছবির বাকি চরিত্ররাও৷ একদিকে রয়েছেন অক্ষয় খান্নার মতো পোক্ত অভিনেতা, অন্যদিকে নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো জাত পারফরমার৷ দু’জনের পাশাপাশি স্বমহিমা বজায় রেখেছেন শ্রীদেবীও৷ তিনজনের কেরামতিতে ট্রেলারই বাজিমাত করেছেন পরিচালক রবি উদ্যায়ার৷ সেই সঙ্গে বাড়তি পাওনা এ আর রহমানের মিউজিক৷

[জানেন, কেন অভিনয় ছাড়তে চাইছেন কমল হাসান?]

The post রহস্য-রোমাঞ্চ নিয়ে হাজির ‘মম’ শ্রীদেবী, সঙ্গী নওয়াজ-অক্ষয় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement