সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৈশোরে রহস্য গল্প পড়েন না এমন মানুষের সংখ্যা খুব কম৷ অনেকেই গোয়েন্দা গল্প পড়তে ভালবাসেন৷ কেউ কেউ তো আবার গল্প পড়তে পড়তে অর্ধেক গোয়েন্দা হয়েও যান৷ নিজের আশপাশে যা কিছু ঘটে, তাতেই রহস্যের গন্ধ পান সকলে৷ তারপরই শুরু হয় কল্পনার জাল বোনা৷ এগুলি পড়তে পড়তে নিশ্চয় নিজের সেই ফেলে আসা কৈশোরের কথা মনে পড়ছে আপনার৷ কৈশোরের সেই সত্যান্বেষীকেই পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক সুদীপ্ত রায়৷ সদ্যই মুক্তি পেয়েছে তাঁর তৈরি ছবি ‘কিয়া অ্যান্ড কসমস’-এর ট্রেলার৷
[অনুরাগের সঙ্গে ফের জুটি বাঁধছেন তাপসী পান্নু!]
ছবির ট্রেলারজুড়ে একটি বছর পনেরোর কিশোরীকেই দেখা গিয়েছে৷ ওই কিশোরীর মানসিক বিকাশ সেভাবে হয়নি৷ তার নাম কিয়া৷ রহস্য গল্প পড়তে ভালবাসে কিশোরী৷ চতুর্দিকে যা ঘটে সবেতেই সে রহস্যের গন্ধ পায়৷ নিজের বিভিন্ন চিন্তাভাবনা কিয়া তার ডায়েরিতে গোয়েন্দা উপন্যাসের আকারে লিখতে শুরু করে। মেয়ের কাণ্ডকারখানা জানতে পেরে তার ডায়েরি লুকিয়ে রাখেন মা দিয়া। কিয়ার মায়ের ভূমিকায় দেখা যাবে স্বস্তিকাকে৷ কিয়ার প্রতিবেশীর বিড়াল কসমস মারা গিয়েছে৷ সেই রহস্য উদঘাটনে ব্যস্ত কিয়া৷ জানতে পেরে রেগে যান কিয়ার মা৷ একজন মা এবং মেয়ের সম্পর্কের গল্প নিয়েই তৈরি হয়েছে ‘কিয়া অ্যান্ড কসমস’৷
[কেমন দেখতে ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’-র রাজ্য, দেখুন মানচিত্র]
এই ছবিতে কিয়ার চরিত্রে দেখা গিয়েছে ঋত্বিকা পালকে। কিয়ার মা দিয়ার চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যাবে জয় সেনগুপ্ত, শ্রমণ চট্টোপাধ্যায়, জাহিদ হোসেনের মতো অভিনেতাকে। পরিচালক সুদীপ্ত রায়ের এই ছবি ইতিমধ্যেই কান, গ্লাসগো, বার্সেলোনা মিলানের ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হয়েছে। এ রাজ্যে ছবি মুক্তি পাচ্ছে আগামী ২৯ মার্চ। ‘কিয়া অ্যান্ড কসমস’ দর্শকদের কতটা মন ছুঁতে পারে সেটাই এখন দেখার৷
The post মেয়ের কাণ্ডকারখানায় বিরক্ত স্বস্তিকা, কিন্তু কেন? appeared first on Sangbad Pratidin.