shono
Advertisement

লন্ডনে টিউব রেলের দরজায় আটকে গেল মহিলার চুল, তারপর…

কী অবস্থা হল যাত্রীর? The post লন্ডনে টিউব রেলের দরজায় আটকে গেল মহিলার চুল, তারপর… appeared first on Sangbad Pratidin.
Posted: 05:24 PM Jul 21, 2019Updated: 05:24 PM Jul 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাত আটকে যাওয়া যাত্রীকে নিয়ে দিব্যি ছুটেছিল কলকাতা মেট্রো৷ তারই মর্মান্তিক পরিণতিতে ১৩ জুলাই বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় তিলোত্তমার লাইফলাইনের পরিষেবা৷ কিন্তু কেন এমন ঘটনা ঘটল, সপ্তাহখানেক কেটে গেলেও তার যথার্থ কারণ খুঁজে বের করতে পারেননি আধিকারিকরা৷ অনেকেই বলছেন, দুর্ঘটনা নিয়ে বিশেষ মাথাব্যথা নেই কর্তৃপক্ষের৷ তবে কলকাতা থেকে কয়েক যোজন দূরত্বে টেমসের তীরের লন্ডনের ছবিটা কিন্তু একেবারে অন্যরকম৷ যাত্রীসুরক্ষায় যে ঠিক কতটা উদ্বিগ্ন টিউব রেল কর্তৃপক্ষ, তারই প্রমাণ মিলল দিনকয়েক আগে ঘটা একটি ঘটনায়৷

Advertisement

[ আরও পড়ুন: মঞ্চে পারফরম্যান্সের সময়ই মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত কমেডিয়ানের]

গত ১৭ জুলাই লন্ডনের উত্তর-পশ্চিম শাখার টিউব রেলে উঠতে যান এক মহিলা৷ আচমকা দরজায় চুল আটকাতে যায় তাঁর৷ চোখের সামনে সহযাত্রীর এমন অবস্থা দেখে ভয় পেয়ে যান অনেকেই৷ তড়িঘড়ি খবর পৌঁছয় চালকের কাছে৷ থমকে যায় ট্রেন৷ এরপর দরজা খুলে যাত্রীর চুল বের করা হয়৷ হ্যারো এবং ওয়েল্ডস্টোন স্টেশনের মাঝে ঘটা এই বিপত্তির জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল৷ ওইদিন প্রায় প্রতিটি ট্রেনই দেরিতে চলে৷

মহিলা যাত্রীর অভিযোগ, ট্রেনে ভিড় বেশি থাকায় খোলা দরজার মাঝে চুল আটকে গিয়েছিল তাঁর৷ তবে যাত্রী সুরক্ষায় কর্তৃপক্ষ যেভাবে তড়িঘড়ি উদ্যোগ নিয়ে ট্রেন থামিয়ে মহিলাকে উদ্ধার করেছে, তা দেখে আপ্লুত সকলেই৷

[ আরও পড়ুন: লাদেনকে ধরিয়ে ‘বন্দি’ চিকিৎসক, ইমরানের কাছে মুক্তির আবেদন করবেন ট্রাম্প!]

লন্ডনের এই ঘটনা শুনে রীতিমতো বিরক্ত কলকাতার বাসিন্দা৷ নিত্যদিন সময়ে না চলার অভিযোগে বিদ্ধ কলকাতার ঐতিহ্যবাহী পাতাল রেল৷ তার উপর আবার সজল কাঞ্জিলালের মর্মান্তিক মৃত্যুর পর প্রশ্নের মুখে সুরক্ষাও৷ লন্ডনের ঘটনার পরেও কি চোখ খুলবে না কলকাতা মেট্রো কর্তৃপক্ষের, প্রশ্ন নিত্যযাত্রীদের৷

The post লন্ডনে টিউব রেলের দরজায় আটকে গেল মহিলার চুল, তারপর… appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement