শান্তনু কর, জলপাইগুড়ি: সামনেই বড়দিন। তার ঠিক এক সপ্তাহ পরেই নতুন বছর, পয়লা জানুয়ারি। উত্তরবঙ্গে শীত ভালোই অনুভব হচ্ছে। পর্যটকরাও পাড়ি জমাচ্ছে উত্তরবঙ্গে। গোরুমারা অভয়ারণ্য দেখার জন্য পর্যটকরা ভিড় জমাচ্ছেন প্রতিদিন। পর্যটকদের জন্য আরও সুখবর। বড়দিন ও পয়লা জানুয়ারি এবার পর্যটকদের জন্য খোলা থাকবে গোরুমারা অভয়ারণ্য। ওই দু'দিন পর্যটকরা আরও বেশি জঙ্গল ঘুরতে উৎসাহিত হবেন। এমনই মনে করছে পর্যটনের সঙ্গে জড়িতরা ও বনদপ্তর।
প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি থাকে গোরুমারায়। ওই দিন পর্যটকরা অভয়ারণ্যতে ঢুকতে পারেন না। এবার ২৫ ডিসেম্বর ও পয়লা জানুয়ারি বৃহস্পতিবারেই পড়েছে। সাপ্তাহিক ছুটির দিন পর্যটনের জন্য দুটি গুরুত্বপূর্ণ তারিখ পড়েছে। তাহলে কি ওই দু'দিনও অভয়ারণ্য বন্ধ রাখা হবে? সেই প্রশ্ন উঠেছিল। কিন্তু বনদপ্তরের থেকে জানানো হয়েছে ওই দু'দিনই খোলা থাকছে গোরুমারা।
ডুয়ার্সের বিভিন্ন জায়গায় ওই দু'দিন ভিড় থাকবে পর্যটকদের। সেই হিসেবেই এবার অভয়ারণ্য পর্যটকের জন্য খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। বনদপ্তরের এই বার্তার পর খুশি স্থানীয় হোটেল ব্যবসায়ীরা-সহ পর্যটনের সঙ্গে জড়িত অন্যান্যরা। বেশি সংখ্যায় পর্যটক এলে লক্ষ্মীলাভ হবে। তেমনই জানাচ্ছেন হোটেল মালিক থেকে ব্যবসায়ীরা। গোরুমারা বন্যপ্রাণী বিভাগের এডিএফও রাজীব দে জানিয়েছেন, বড়দিন ও ইংরাজি বছরের প্রথম দিন এবার বৃহস্পতিবার পড়েছে। প্রচুর পর্যটক জঙ্গল ভ্রমণের জন্য আসবেন। সেজন্যই সাপ্তাহিক ছুটির দিনও এবার গোরুমারা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
